ফুল ফর্মে শীত, আজ মরসুমের শীতলতম দিন
শীত এবার আসতে অনেক দেরী করেছে। কালীপুজোর পরপরই যেখানে শীতের আমেজ পাওয়া যায়, সেখানে এ বছর কেটে গিয়েছে বাড়তি অনেকগুলো দিন। কিন্তু কথায় বলে, সবুরে মেওয়া ফলে। এবার শীতের ক্ষেত্রেও যেন তেমনটাই হল। কারণ, এবার ফুল ফর্মে পড়ে গেল শীত। অগ্রহায়ণের শেষ দিন কলকাতা ও পাশ্ববর্তী এলাকায় তাপমাত্রা নামল ১২.৭ ডিগ্রি সেলসিয়াসে।
ওয়েব ডেস্ক: শীত এবার আসতে অনেক দেরী করেছে। কালীপুজোর পরপরই যেখানে শীতের আমেজ পাওয়া যায়, সেখানে এ বছর কেটে গিয়েছে বাড়তি অনেকগুলো দিন। কিন্তু কথায় বলে, সবুরে মেওয়া ফলে। এবার শীতের ক্ষেত্রেও যেন তেমনটাই হল। কারণ, এবার ফুল ফর্মে পড়ে গেল শীত। অগ্রহায়ণের শেষ দিন কলকাতা ও পাশ্ববর্তী এলাকায় তাপমাত্রা নামল ১২.৭ ডিগ্রি সেলসিয়াসে।
আরও পড়ুন বিশ্বের সর্বকালের সেরা চোর তাহলে এরাই!
স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি কম। সেই হিসেবে আজ মরসুমের শীতলতম দিন। পৌষের শুরুর দিকে অর্থাত্ আগামী কয়েকদিন শীত জাঁকিয়ে বসবে বলে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। পরিষ্কার থাকবে আকাশ।
আরও পড়ুন আজ রাহুল গান্ধীর নেতৃত্বে রাষ্ট্রপতির কাছে যাচ্ছে একজোট বিরোধী শিবির