Train Cancell: আগামিকাল থেকে ৪ দিন হাওড়া-ব্যান্ডেল শাখায় বাতিল বহু লোকাল ট্রেন, প্রবল ভোগান্তির আশঙ্কা যাত্রীদের
Train Cancell: হাওড়া-ব্যান্ডেল শাখায় ১৫ জোড়া, শেওড়াফুলি-হাওড়া শাখায় ১১ জোড়া ট্রেন বাতিল করা হচ্ছে
অয়ন ঘোষাল: হাওড়া-ব্যান্ডেল শাখায় কাল ২৩ জানুয়ারি থেকে রবিবার ২৬ জানুয়ারি পর্যন্ত একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল হয়েছে। ফলে প্রবল ভোগান্তির আশঙ্কা রয়েছে নিত্যযাত্রীদের। হাওড়া থেকে ব্যান্ডেল শাখায় ১৫ জোড়া, শেওড়াফুলি থেকে হাওড়া শাখায় ১১ জোড়া, বেলুড় থেকে হাওড়া ২ জোড়া এবং হাওড়া থেকে শ্রীরামপুর ২ জোড়া লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল থাকছে ব্যান্ডেল হাওড়া লেডিজ স্পেশাল, মাতৃভূমি লোকাল। তার বদলে কিছু স্পেশাল লোকাল ট্রেন প্রয়োজন অনুয়ায়ী চালানোর ইঙ্গিত দিয়েছে রেল।
আরও পড়ুন-এবার শীতে কাঁপবে বাংলা, ফের বৃষ্টিতে ভাসবে রাজ্যের এইসব জেলা
সালকিয়ায় ১২০ বছরের পুরানো বেনারস ব্রিজ এবং হাওড়া ময়দান এর কাছে ৯১ বছরের পুরনো চাঁদমারি ব্রিজ ভেঙে ফেলা হবে। যাতে হাওড়া স্টেশন ঢোকার আগে ট্রেন লাইনের সম্প্রসারণ করা যায়। আগে যেখানে বেনারস ব্রিজের নিচে ট্রেন চলাচলের জন্য ৩৬ মিটার জায়গা ছিল সেটা বাড়িয়ে ৬৬ মিটার করা হবে। একইভাবে চাঁদমারি ব্রিজের নিচে লাইনের জন্য জায়গা ৬০ মিটার থেকে বাড়িয়ে ১৩৪ মিটার করা হচ্ছে।
পূর্ব রেল জানিয়েছে হাওড়া রেল ইয়ার্ডের কাছে চারতলা বাড়ি বানানো হবে। সেখান থেকেই ইন্টারলকিং সিগন্যাল সিস্টেম নিয়ন্ত্রণ করা হবে। এছাড়াও কবজ সিস্টেম চালু করা হবে। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম সঞ্জীব কুমার জানিয়েছেন, বেনারস রোড ব্রিজ এবং চাঁদমারি ব্রিজের পাশে চওড়া কেবল ব্রিজ তৈরির কাজ চলছে। পুরানো ব্রিজ গুলি ভেঙে ফেলা হবে। যাতে হাওড়া স্টেশনে ঢোকা এবং বেরোনোর লাইনের সংখ্যা এবং সিগনাল পয়েন্টের সংখ্যা বাড়ানো যায়।
উল্লেখ্য, হাওড়া স্টেশনে পূর্ণ দৈর্ঘ্যের একাধিক প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে। এর ফলে ট্রেন যাতে প্লাটফর্ম থেকে বেরিয়ে না যায় তার ব্যবস্থা করা হচ্ছে। এতে যাত্রীদের অসুবিধা কমবে। তিনি আরও বলেন হাওড়া স্টেশনের পাশে ডিআরএম বিল্ডিং রেল মিউজিয়ামের পাশে সরানো হচ্ছে। কাজ পুরোদমে হচ্ছে। তবে হাওড়া স্টেশন যেহেতু ঐতিহ্যবাহী বিল্ডিং সেই কারণে বাইরের অংশের কোন পরিবর্তন করা হবে না। যাত্রীদের সুবিধার জন্য ভিতরের অংশের কিছু পরিবর্তন করা হবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)