আপনজন ছাড়াই শারদোত্সবে মাতলেন বৃদ্ধাশ্রমের আবাসিকরা
উত্সব মানেই আনন্দ। মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শন। কিন্তু যাঁদের আপনজন বলে কেউ নেই, তাঁদের উত্সব অবশ্য তেমন জাঁকজমকপূর্ণ নয়। এই শারদোত্সবে সেই সব মানুষদের পাশে দাঁড়াল এই সময়। বৃদ্ধাশ্রমের আবাসিকদের নিয়ে খাওয়ানো-ঘোরানোর ব্যবস্থা হল এই সময়ের উদ্যোগে।
উত্সব মানেই আনন্দ। মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শন। কিন্তু যাঁদের আপনজন বলে কেউ নেই, তাঁদের উত্সব অবশ্য তেমন জাঁকজমকপূর্ণ নয়। এই শারদোত্সবে সেই সব মানুষদের পাশে দাঁড়াল এই সময়। বৃদ্ধাশ্রমের আবাসিকদের নিয়ে খাওয়ানো-ঘোরানোর ব্যবস্থা হল এই সময়ের উদ্যোগে।
চেতলার নবনীড় বৃদ্ধাশ্রমের পঁয়তাল্লিস জন আবাসিককে নিয়েই এবার পুজো দেখানোর উদ্যোগ। সৌজন্যে, এই সময়। আপন হতে বাহির হয়ে মন্ত্র নিয়ে। ঠাকুর দেখার পর বিডি ব্লকের পুজোয়। সেখা মণ্ডপ দর্শন, প্রতিমা দর্শনের পাশাপাশি খাওয়া দাওয়ার আয়োজন। শহরের বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরে ঘুরে পুজো দেখা সে তো অনেককালই হত না। এই সময়ের উদ্যোগে খুশি বৃদ্ধাশ্রমের আবাসিকরা।