বেহালায় কেপমারদের হাতে প্রতারিত বৃদ্ধা

কেপমারদের হাতে প্রতারিত হলেন এক বৃদ্ধা। আজ দুপুরে এঘটনা ঘটেছে বেহালা ট্রাম ডিপোর সামনে। আমতলার বাস ধরার জন্য বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন এক বৃদ্ধা। হঠাত্‍ই তাঁর দিকে এগিয়ে আসে দুই যুবক। কুড়ি টাকার নোটের একটি বান্ডিল রাখতে দেয় তাঁকে।

Updated By: Feb 27, 2014, 05:05 PM IST

কেপমারদের হাতে প্রতারিত হলেন এক বৃদ্ধা। আজ দুপুরে এঘটনা ঘটেছে বেহালা ট্রাম ডিপোর সামনে। আমতলার বাস ধরার জন্য বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন এক বৃদ্ধা। হঠাত্‍ই তাঁর দিকে এগিয়ে আসে দুই যুবক। কুড়ি টাকার নোটের একটি বান্ডিল রাখতে দেয় তাঁকে।

এরপর তারা বলে, ছিনতাইয়ের আশঙ্কা রয়েছে। তাই বৃদ্ধা যেন তাঁর সোনার গয়নাগুলো খুলে রাখেন। যুবকদের কথামতো বৃদ্ধা তাঁর গয়না খুলে যুবকদেরই দেওয়া একটি প্যাকেট রাখলে, তা নিয়ে উধাও হয় দুই যুবক। বৃদ্ধির চিত্‍কারে ছুটে আসেন কর্তব্যরত পুলিস কনস্টেবল। প্যাকেট খুলে দেখা যায়, শুধুমাত্র ওপরের নোটটি কুড়ি টাকার। বাকি সব খবরের কাগজের টুকরো মাপ করে কাটা। এঘটনায় বেহালা থানায় অভিযোগ দায়ের করেছেন বৃদ্ধা।

.