ট্রেলার উল্টে তারাতলায় মৃত্যু একজনের
সাতসকালে শহরের বুকে ফের দুর্ঘটনা। মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত এক জনের। ঘটনাটি ঘটেছে তারাতলায়। দুর্ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসেছে পুলিস।
![ট্রেলার উল্টে তারাতলায় মৃত্যু একজনের ট্রেলার উল্টে তারাতলায় মৃত্যু একজনের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/08/13/63161-kolkata-accidentdfgdjjdf.jpg)
ওয়েব ডেস্ক : সাতসকালে শহরের বুকে ফের দুর্ঘটনা। মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত এক জনের। ঘটনাটি ঘটেছে তারাতলায়। দুর্ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসেছে পুলিস।
আরও পড়ুন- দমদমে আপ লাইলে ফাটল, বিপর্যস্ত ট্রেন চলাচল
জানা গেছে আজ সকালে হঠাত্ই তারাতলার জিঞ্জিরাবাজারে একটি ট্রেলার উল্টে যায়। ঘটনায় মৃত্যু হয় একজনের। ট্রেলারের নীচে চাপা পড়ে যায় ভ্যান ও রিকশা। সেখানে বেশ কয়েকজন আটকে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনাগ্রস্ত ট্রেলারটি কেটে তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনাস্থলে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। দুর্ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ব্যাপক যানজটেরও সৃষ্টি হয়েছে এলাকায়।