পঞ্চায়েত ভোটে নিরাপত্তা জট অব্যাহত

পঞ্চায়েত ভোটে নিরাপত্তা জট অব্যাহত। শুক্রবার ভোটের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে মহাকরণে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সচিব, এডিজি আইনশঙ্খলা, ডিজি এবং স্বরাষ্ট্রসচিব।

Updated By: Jun 8, 2013, 11:58 AM IST

পঞ্চায়েত ভোটে নিরাপত্তা জট অব্যাহত। শুক্রবার ভোটের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে মহাকরণে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সচিব, এডিজি আইনশঙ্খলা, ডিজি এবং স্বরাষ্ট্রসচিব।
স্বরাষ্ট্র দফতর সূত্রে খবর, ভিনরাজ্য থেকে সশস্ত্র পুলিস পাওয়ার ব্যাপারে এখনও কোনও রাজ্য থেকেই সবুজ সঙ্কেত মেলেনি। কেন্দ্রের কাছ থেকে আগেই তিনশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল রাজ্য সরকার। সেবিষয়েও এখনও পর্যন্ত কেন্দ্রের কাছ থেকে কোনও উত্তর মেলেনি। তাই ফের কেন্দ্রের কাছে তিনশো কোম্পানি বাহিনী চেয়ে রাজ্য সরকার চিঠি পাঠাতে চলেছে। দক্ষিণ ভারতের রাজ্যগুলির কাছেও সশস্ত্র পুলিস পাঠানোর জন্য অনুরোধ করছে রাজ্য সরকার।

.