আরাবুলের জন্য অপেক্ষা করছে শাস্তি, শিশিরের মুখে কুলুপ আঁটলেন পার্থ

দলের ভাবমূর্তি "অম্লান' রাখতে কোনও রকম কসুর করবে না দল। ভাবমূর্তির স্বার্থে আরাবুলের মতো নেতাদেরও শাস্তি দিতে চাইছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার এমনই কড়া প্রতিক্রিয়া দিলেন পার্থ চট্টোপাধ্যায়। এদিন ভাঙড়ের ঘটনা নিয়ে মুখ খোলেন পার্থ বাবু। তিনি জানিয়েছেন  ভাঙড়ের ঘটনা নিয়ে দল তথ্য সংগ্রহ করছে দল। তিনি বলেন, ""আরাবুল ইসলামের শাস্তি হবেই।''

Updated By: Oct 28, 2014, 04:05 PM IST
আরাবুলের জন্য  অপেক্ষা করছে শাস্তি, শিশিরের মুখে কুলুপ আঁটলেন পার্থ

কলকাতা: দলের ভাবমূর্তি "অম্লান' রাখতে কোনও রকম কসুর করবে না দল। ভাবমূর্তির স্বার্থে আরাবুলের মতো নেতাদেরও শাস্তি দিতে চাইছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার এমনই কড়া প্রতিক্রিয়া দিলেন পার্থ চট্টোপাধ্যায়। এদিন ভাঙড়ের ঘটনা নিয়ে মুখ খোলেন পার্থ বাবু। তিনি জানিয়েছেন  ভাঙড়ের ঘটনা নিয়ে দল তথ্য সংগ্রহ করছে দল। তিনি বলেন, ""আরাবুল ইসলামের শাস্তি হবেই।''

তৃণমূলের গোষ্ঠী  সংঘর্ষে  উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। ভাঙড়ের  ব্যাওতা গ্রামে প্রাক্তন তৃণমূল বিধায়ক আরাবুল ইসলাম ও তার বিরোধী  গোষ্ঠীর সংঘর্ষে দুজনের মৃত্যু হয়। বোমা, গুলির লড়াইয়ে জখম অন্তত কয়েকজন। পঞ্চায়েত প্রধান পাঁচু মণ্ডলের বাড়ি ভাঙচুর পর আগুন ধরিয়ে দেওয়া হয়। ভয়ে ছেলেকে নিয়ে এলাকা ছেড়ে পালিয়েছেন ওই পঞ্চায়েত প্রধান।  জানা গেছে,ব্যাওতা গ্রাম পঞ্চায়েত এখন তৃণমূলেরই দখলে। ঘটনায় অভিযোগ করতে গেলে নিহতের পরিবারকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে দেওয়ার অভিযোগও ওঠে আরাবুলের বিরুদ্ধে।

শিশির অধিকারির মন্তব্য নিয়ে নয়া বিতর্ক দানা বেঁধেছে তৃণমূলের মন্তব্যে। এই নিয়ে শিশির অধিকারিকে সতর্ক করল দল। কড়া প্রতিক্রিয়া পার্থ চট্টোপাধ্যায়ে, ""দলের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলা যাবে না। যা বলার লিখিত ভাবে জানাতে হবে।'' এই ধরণের বিশৃঙ্খলা যে কোনও ভাবেই বরদাস্ত করা হবে না, তা পরিষ্কার করে দিয়েছেন পার্থ।

 

.