তৃণমূলের পার্টি মিটিং মহাকরণে, বিতর্কে উত্তাল রাজনৈতিকমহল

পার্টি মিটিং হল মহাকরণে। খোদ মুখ্যমন্ত্রীর ঘরে। বৈঠকে ঠিক হল পঞ্চায়েত ভোটে তৃণমূলের রণকৌশল। আসল সত্যটা জানা গেল একটু পরে। পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখার্জি বলেন, মুখ্যমন্ত্রীর ঘরে পার্টি মিটিং হল।

Updated By: Jul 4, 2013, 09:25 AM IST

পার্টি মিটিং হল মহাকরণে। খোদ মুখ্যমন্ত্রীর ঘরে। বৈঠকে ঠিক হল পঞ্চায়েত ভোটে তৃণমূলের রণকৌশল। আসল সত্যটা জানা গেল একটু পরে। পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখার্জি বলেন, মুখ্যমন্ত্রীর ঘরে পার্টি মিটিং হল।
বেলা একটা। মুখ্যমন্ত্রীর ঘরে জরুরি বৈঠক। মন্ত্রী সুব্রত মুখার্জি, ফিরহাদ হাকিম, পূর্ণেন্দু বসু, মদন মিত্রদের পাশাপাশি বৈঠকে হাজির মুকুল রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেনরাও। সবাই ভেবেছিলেন, পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নিয়েই জরুরি প্রসাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী। বৈঠক থেকে বেরিয়ে পরিবহণমন্ত্রীও সে কথা বলেন। তৃণমূলের নম্বর টু মুকুল রায় আবার বলেন, সাংসদ কোটার টাকা খরচ নিয়েই বৈঠক।
 
সুব্রত বাবু বলার পরেও কিন্তু সাংবাদিক সম্মেলনে মুখ বাঁচানোর চেষ্টা করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রশাসনিক সদর দফতরে দলের বৈঠক হবে না। ঘোষণাটা করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। বুধবার তিনিই মহাকরণে দলের বৈঠক করলেন।
 
 
ইতিমধ্যেই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে বামেরা। এর আগে স্বয়ং মুখ্যমন্ত্রী বেশ কয়েকবার বলেছেন, মহাকরণে দলের মিটিং হওয়া উচিত নয়। তবু তিনিই কেন সেই কাজটা করলেন? তার কোনও উত্তর মেলেনি।

.