পাড়ুই মামলা ফিরল বিচারপতি দীপঙ্কর দত্তের এজলাসে
পারুই মামলা ফিরল বিচারপতি দীপঙ্কর দত্তের এজলাসে। আজ প্রধান বিচারপতি অরুণ মিশ্র এবং জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে মামলার শুনানি ছিল। তাঁরা ফের সিঙ্গল বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দিয়েছেন মামলাটি। বিচার চলাকালীন প্রয়োজনে যে কোনও আধিকারিককে যে কোনওদিন ডেকে পাঠাতে পারবে আদালত। একথাটিও আজ স্পষ্ট করে দেওয়া হয়েছে।
পারুই মামলা ফিরল বিচারপতি দীপঙ্কর দত্তের এজলাসে। আজ প্রধান বিচারপতি অরুণ মিশ্র এবং জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে মামলার শুনানি ছিল। তাঁরা ফের সিঙ্গল বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দিয়েছেন মামলাটি। বিচার চলাকালীন প্রয়োজনে যে কোনও আধিকারিককে যে কোনওদিন ডেকে পাঠাতে পারবে আদালত। একথাটিও আজ স্পষ্ট করে দেওয়া হয়েছে।
কয়েকদিন আগে হাইকোর্টে ডিভিশন বেঞ্চে পাড়ুই মামলার শুনানি চলাকালীন বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন দুপক্ষের আইনজীবীরা। এতে অসন্তুষ্ট প্রধান বিচারপতি অরুণ মিশ্র সেইসময় বলেন, এমন চললে মামলাটি তিনি আদৌ ডিভিশন বেঞ্চে রাখবেন কিনা তা ,তাঁকে ভাবতে হবে। মঙ্গলবার পরের শুনানিতেই সিঙ্গল বেঞ্চে সরিয়ে দেওয়া হল পাড়ুই মামলা।
গত দশই এপ্রিল মামলার শেষ শুনানি হয়েছিল বিচারপতি দীপঙ্কর দত্তরে এজলাসে। সেসময় সিটের দায়িত্বে থাকা ডিজিকে কলকাতা হাইকোর্টে আসার নির্দেশ দেন দীপঙ্কর দত্ত। পারুই মামলার অন্যতম অভিযুক্ত অনুব্রত মন্ডলকে মুখ্যমন্ত্রীর আশীর্বাদ ধন্য বলে মন্তব্য করেন। তা নিয়ে শুরু হয় বিতর্ক। এরপরই দীপঙ্কর দত্তের এজলাস থেকে মামলা সরিয়ে নেওয়া হয়। আজ বিতর্কিত ওই অংশটি বাদ দিয়ে গোটা মামলাটি ফিরিয়ে দেওয়া হল বিচারপতি দীপঙ্কর দত্তের এজলাসে। আগামি দশদিনের মধ্যে রাজ্যকে হলফনামা পেশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।