উড়ান পরিষেবা বিঘ্নিত হওয়ায় ক্ষোভ প্রকাশ যাত্রীদের
Updated By: Oct 10, 2017, 08:58 AM IST
ওয়েব ডেস্ক: প্রাকৃতিক দুর্যোগের জেরে বিঘ্নিত উড়ান পরিষেবা। নির্দিষ্ট সময়ের থেকে অনেকটাই দেরিতে গন্তব্যে পৌঁছেছে বিভিন্ন সংস্থার উড়ান। কোনও কোনও উড়ান আবার ৭ থেকে ৮ ঘণ্টা দেরিতে এসে পৌঁছেছে দমদম বিমান বন্দরে।
জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী, ঘোষণা করতে পারেন একাধিক উন্নয়নমূলক কর্মসূচির
বিমান পরিষেবা বিঘ্নিত হওয়ায় ক্ষোভ প্রকাশ যাত্রীদের। তেমনই একজন হাওড়ার ডোমজুড়ের বাসিন্দা অভিজিত বসাক। ভূবনেশ্বর থেকে এয়ার ইন্ডিয়ার উড়ানে ফিরেছেন তিনি। দেরি তো হয়েইছে। খাবার দাবারও বিমানে ছিল না বলে ক্ষোভ উগরে দিয়েছেন এই যাত্রী। অভিজিত বাবুর মতোই একই অভিজ্ঞতা নিয়ে শহরে ফিরেছেন একাধিক যাত্রী। লাগেজ নিয়েও সমস্যায় পড়তে হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন কেউ কেউ।