Calcutta High Court: 'মানুষ মরছে, মরতে দাও! তাতে আপনাদের কি?' রাজ্যকে কড়া ধমক হাইকোর্টের!

মানুষ-ই আপনাদের ক্ষমতায় বসিয়েছে। অথচ রাজনৈতিক ইচ্ছা ছাড়া আমলারা কাজ করতে পারেন না।

Updated By: Feb 18, 2025, 03:44 PM IST
Calcutta High Court: 'মানুষ মরছে, মরতে দাও! তাতে আপনাদের কি?' রাজ্যকে কড়া ধমক হাইকোর্টের!

অর্ণবাংশু নিয়োগী: মানুষ মরছে, মরতে দাও। তাতে আপনাদের কি?  রাজ্যকে প্রশ্ন প্রধান বিচারপতির। আপনারা ভোট নিয়ে চিন্তিত, ভোটারদের নিয়ে নয়। মন্তব্য প্রধান বিচারপতির। 

দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র উন্নয়ন সংক্রান্ত মামলার শুনানিতে এদিন এভাবেই প্রধান বিচারপতির তিরস্কারের মুখে পড়তে হল রাজ্য সরকারকে। প্রধান বিচারপতি বলেন, আপনারা পার্কস্ট্রিটের আলোকসজ্জা নিয়ে গর্ব করেন। কলকাতার বাইরে যান, দেখুন কি অবস্থা। মানুষ মারা যাচ্ছে।

মানুষকে কেন করমণ্ডল এক্সপ্রেস ধরতে হয়? প্রশ্ন প্রধান বিচারপতির। চন্দননগরে কোনও মাল্টি স্পেশালিটি হাসপাতাল নেই। পুরুলিয়া, মুর্শিদাবাদ চলে যান, দেখবেন স্বাস্থ্যব্যবস্থা কী অবস্থায় আছে! ১৯৭৬ সালে যে হাসপাতালে ১০টি শয্যা ছিল, এখন ২০২৫ সালে এসেও স্বাস্থ্য সচিব বলছেন যে এই সংখ্যাই ঠিক আছে। কোনও নির্বোধ-ই হবে যে এই যুক্তিতে বিশ্বাস করবে! হাসপাতাল তৈরি না করলে, সুবিধা না দিলে তারা তো বেসরকারি হাসপাতালে যেতে বাধ্য হবেই। কড়া মন্তব্য প্রধান বিচারপতির।
 
প্রধান বিচারপতি আরও বলেন,  যারা আদিবাসী হিসাবে জন্ম গ্রহণ করেছেন তাদের কি অধিকার নেই আধুনিক সমাজের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের উন্নত করার? আপনারা সুন্দরবনের মধুর GI ট্যাগ নিয়ে গর্ব করেন। সেটা সংগ্রহ করতে কত কষ্ট হয় জানেন ? হয়তো মনে করেন যে,  এরা চলে গেলে মধু কে সংগ্রহ করবে হুইলচেয়ার দেওয়ার জন্যও আমাদের নির্দেশ দিতে হচ্ছে। খুবই লজ্জাজনক অবস্থা।
 
এমনকি প্রধান বিচারপতি এদিন এও বলেন যে, রাজনৈতিক ইচ্ছা ছাড়া আমলারা কাজ করতে পারেন না। মানুষ-ই আপনাদের ক্ষমতায় বসিয়েছে। তাদেরকে কিছু ফিরিয়ে দেওয়ার দ্বায়িত আপনাদের।

আরও পড়ুন, Manoranjan Byapari: রিকশ নিয়েই বিধানসভায় MLA! মাঝ রাস্তায় তারপর...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)   
.