বন্দর তরজা চড়া হচ্ছে তৃণমূল-কংগ্রেসে

রাজ্যে শিল্পের পরিবেশ নষ্ট হলে শিল্প আসবে কীভাবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ভাষাতেই কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। রাজ্যকে শিল্পমুখী করার দাবিতে কংগ্রেস পথে নামছে, সেকথাও স্পষ্ট করে দেন তিনি। এই ইস্যুতেই আগামী ৮ নভেম্বর রানি রাসমণি রোডে গণ অবস্থানের ডাক দিয়েছে কংগ্রেস।

Updated By: Oct 30, 2012, 09:58 PM IST

রাজ্যে শিল্পের পরিবেশ নষ্ট হলে শিল্প আসবে কীভাবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ভাষাতেই কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। রাজ্যকে শিল্পমুখী করার দাবিতে কংগ্রেস পথে নামছে, সেকথাও স্পষ্ট করে দেন তিনি। এই ইস্যুতেই আগামী ৮ নভেম্বর রানি রাসমণি রোডে গণ অবস্থানের ডাক দিয়েছে কংগ্রেস।
প্রদেশ কংগ্রেসের এই মন্তব্যেই হলদিয়া বন্দর নিয়ে প্রকাশ্যে চলে এল কংগ্রেস তৃণমূল-কংগ্রেস রাজনৈতিক তরজা। হলদিয়ার বন্দরের অচলাবস্থা ধামাচাপা দিতে মুখ খুললেন মখ্যমন্ত্রী। আর একইদিনে সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য বললেন, হলদিয়া বন্দরে অশান্তির পরিবেশের জন্য আসছে না বিনিয়োগ। বন্দর ছাড়ছে শিল্পপতিরা।
এদিনই তৃণমূল ভবনে পাল্টা সাংবাদিক সম্মেলন করে তৃণমূল কংগ্রেস সাংসদ শুভেন্দু অধিকারী বন্দরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করেন। প্রচুর পরিমাণে আসছে বিনিয়োগও। পাশাপাশি হলদিয়া বন্দরে তিন এবিজি কর্তার অপহরণের ঘটনাকেও সম্পূর্ণ সাজানো ঘটনা বলেও মন্তব্য করেন তিনি।

.