আবাসনের পুজো

যতই থিম পুজোর জোয়ারে ভাসুক কলকাতা, পিছিয়ে নেই আবাসনগুলিও।

Updated By: Oct 2, 2011, 05:17 PM IST

যতই থিম পুজোর জোয়ারে ভাসুক কলকাতা, পিছিয়ে নেই আবাসনগুলিও।
সেখানেও মহাসমারোহে চলছে পুজো। এবার গা ভাসাল কলকাতার আবাসনের পুজোও। 
জীবনানন্দ দাশের রূপসী বাংলাই এবারের থিম টলিগার্ডেন্স ওয়েলফেয়ার অ্যাসোশিয়েসন
পুজো কমিটির। অন্যদিকে তথাকথিত থিম পুজোর বাইরে বেরিয়ে নেহাতই অনাড়ম্বর
ভাবেই পালিত হচ্ছে পূর্বাচল কালিতলার অভিষিক্তা ওয়ান অ্যাপার্টমেন্টের পুজো।
ছোটোবেলার পাঠ্যপুস্তক থেকে কবি জীবনানন্দ দাশের রূপোসী বাংলা
এবার মণ্ডপ সজ্জায়। কবিতায় বর্ণিত গ্রামবাংলার রূপ এবার ফুটে উঠেছে টলিগার্ডেন্স
ওয়েলফেয়ার অ্যাসোশিয়েসন পুজোয়।এই আবাসনের পুজো মণ্ডপে। মাটির বাড়ি,
খড়ের চাল থেকে বাঁশের কাঠামো, বাদ যাচ্ছে না কিছুই। প্রতিমার মূর্তিতে থাকছে
সাবেকিয়ানার ছোঁয়া।
 
থিম ছেড়ে চিরাচরিত সাবেকীয়ানাকেই বেছে নিয়েছে পূর্বাচল কালিতলার
অভিষিক্তা ওয়ান অ্যাপার্টমেন্ট। চিরাচরিত আদলেই তৈরি করা হয়েছে মণ্ডপ।
প্রতিমা তৈরিতেও রয়েছে সাবেকীয়ানার ছোঁয়া। মণ্ডপ ও প্রতিমা সজ্জা মিলিয়ে
আর পাঁচটা  চেনা পুজোর থেকে কোথায় যেন আলাদা এখানকার পুজো। পুজোর খরচ
যথাসম্ভব বাঁচিয়েই দুঃস্থ ছেলেমেয়েদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন আবাসনের
পুজো উদ্যোক্তারা।

.