শোভাবাজার রাজবাড়ির পুজো

উত্তর কলকাতার বনেদি বাড়ির পুজোর আরেক নাম  শোভাবাজার রাজবাড়ি। সতেরশ সাতান্ন সালে রাজা নবকৃষ্ণ দেবের হাত ধরে দুর্গাপুজো শুরু হয় রাজবাড়িতে। তাঁর মৃত্যুর পর  বড় ও ছোট তরফে ভাগ হয়ে যায় পুজো। তবে আচার-অনুষ্ঠান সবই হয় সাবেকি রীতি মেনে। .

Updated By: Oct 7, 2016, 10:13 AM IST
শোভাবাজার রাজবাড়ির পুজো

ওয়েব ডেস্ক: উত্তর কলকাতার বনেদি বাড়ির পুজোর আরেক নাম  শোভাবাজার রাজবাড়ি। সতেরশ সাতান্ন সালে রাজা নবকৃষ্ণ দেবের হাত ধরে দুর্গাপুজো শুরু হয় রাজবাড়িতে। তাঁর মৃত্যুর পর  বড় ও ছোট তরফে ভাগ হয়ে যায় পুজো। তবে আচার-অনুষ্ঠান সবই হয় সাবেকি রীতি মেনে। .

আরও পড়ুন- জেলার পুজো

কৃষ্ণপক্ষের নবমী তিথিতে পুজোর বোধনের পর থেকে ষষ্ঠী পর্যন্ত রোজ চণ্ডীপাঠ হয়। ষষ্ঠীর সন্ধ্যায় বিল্ব বরণ, আমন্ত্রণ, অধিবাস হয়। প্রতিমার সামনে ঘট স্থাপন ও প্রাণপ্রতিষ্ঠা হয়। দেবী দুর্গাকে সোনার নথ ও সিঁদুরে সাজানো হয় ষষ্ঠীর দিনই। পুজোর বাকি দিনগুলিতে ভোগ খেলেও রীতি মেনে আজও ষষ্ঠী ও অষ্টমীর দিন বাড়ির মহিলারা লুচি-তরকারি খান।

আরও পড়ুন- ষষ্ঠী সকালে অকাল বোধন

.