এক মঞ্চে বুদ্ধদেব-রাহুল
পার্ক সাকার্স ময়দানে এক মঞ্চে রাহুল গান্ধী-বুদ্ধদেব ভট্টাচার্য। সভায় উপস্থিত আছেন অধীর চৌধুরী, মানস ভুঁইয়া,দীপা দাশমুন্সি সহ রাজ্যের শীর্ষস্থানীয় কংগ্রেস নেতারা। পাশাপাশি উপস্থিত বাম নেতারা। সভায় জোট নেতারা কড়া ভাষায় আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।
Updated By: Apr 27, 2016, 06:16 PM IST
![এক মঞ্চে বুদ্ধদেব-রাহুল এক মঞ্চে বুদ্ধদেব-রাহুল](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/04/27/54264-dekhun.jpg)