'দিদিকে বলো' কর্মসূচি চলছে না বলেই কবিতা লিখছেন মুখ্যমন্ত্রী, কটাক্ষ রাহুলের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এ দিন আক্রমণ শানিয়ে রাহুল বলেন, এখন দিদিকে বলো চলবে না, এবার পিসিকে বলো করতে হবে।

Reported By: অঞ্জন রায় | Edited By: সোমনাথ মিত্র | Updated By: Aug 13, 2020, 09:52 PM IST
'দিদিকে বলো' কর্মসূচি চলছে না বলেই কবিতা লিখছেন মুখ্যমন্ত্রী, কটাক্ষ রাহুলের
রাহুল সিনহা

নিজস্ব প্রতিবেদন: পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই। গণতন্ত্র হত্যা করা হচ্ছে। এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে একহাত নিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। তিনি জানান, ১৫ অগস্ট কার্যকর্তারা বিজেপির শহিদদের পরিবারের বাড়ি যাবেন। বিপ্লবীদের যেমন স্মরণ করা হয়, বিজেপির ৯৮ জন শহিদদের স্মরণ করা হবে।

উল্লেখ্য, ১৬ অগস্ট রাজ্যের বুথে ধরনা কর্মসূচি ডাক দিয়েছে বিজেপি। রাহুল সিনহার অভিযোগ, পশ্চিমবঙ্গ গণতন্ত্রকে সম্পূর্ণ হত্যা করা হয়েছে। তাঁর অভিযোগ, বিরোধী রাজনৈতিক দল কোনও কর্মসূচি করতে পারছে না। এমনকী সোশ্যাল  মিডিয়ার মাধ্যমেও মত ব্যক্ত করতে পারছে না।

'আমার পরিবার, বিজেপি পরিবারে' দারুণ সাড়া পাওয়া গিয়েছে বলে দাবি করলেন বিজেপি নেতা। সব সম্প্রদায়ের মানুষ বিজেপির এই কর্মসূচিতে সামিল হয়েছে। প্রায় সাড়ে ৩ লক্ষ বিজেপির নতুন সদস্যপদ তৈরির টার্গেট নিয়েছে বিজেপি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এ দিন আক্রমণ শানিয়ে রাহুল বলেন, এখন দিদিকে বলো চলবে না, এবার পিসিকে বলো করতে হবে। বিরোধী রাজনৈতিক দল হলেও টিপস দিয়ে দিলাম। মার্কেটে একবার টেস্ট করে দেখতে পারে তৃণমূল। দিদিকে বলো কর্মসূচি চলছে না বলে মুখ্যমন্ত্রী কবিতা লিখছেন। 

রাহুলের আরও কটাক্ষ, মুখ্যমন্ত্রী কলকাতাকে লন্ডন তৈরি করবে বলে বলেছিলেন। কিন্তু এখন কলকাতার হাতে লন্ঠন দাঁড় করিয়ে দিয়েছে। ২০২১ সালে লন্ডন চলে যাবেন বলেই কবিতা লিখছেন মুখ্যমন্ত্রী।

লকডাউন নিয়ে রাহুলের তোপ, ছয় বার পরিবর্তন করতে হচ্ছে লকডাউনের তারিখ। পাঁচ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে এটা জানা উচিত ছিল। অপদার্থ সরকার বলে কটাক্ষ তাঁর।

আরও পড়ুন, 'দল ও সরকারি সব অনুষ্ঠানে উপস্থিত থাকুন', জল্পনা এড়াতে বার্তা শুভেন্দুকে

.