সাতসকালে ভিজল শহর, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণ বঙ্গের অধিকাংশ জেলায়

Updated By: Jul 26, 2019, 08:37 AM IST
সাতসকালে ভিজল শহর, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদন: সকাল থেকেই আকাশের মুখ ভার। শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি। বেলা বাড়লে তা আরও বাড়তে পারে। দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হতে পারে বজ্র্ বিদ্যুত্ সহ বৃষ্টি। এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন-লোকসভায় ভোটাভুটিতে পাশ তিন তালাক বিল, বিরোধিতায় ওয়াকআউট তৃণমূলের

বর্ষায় বৃষ্টি না হওয়ায় চিন্তায় পড়ে গিয়েছিলেন চাষিরা। তবে গত কয়েকদিন বর্ধমান, হুগলি ও বীরভূমের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি হওয়ায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন চাষিরা। তবে কলকাতা সহ দুই ২৪ পরগনা ছিল বৃষ্টিহীন। বেলার দিকে রোদের তাপ বাড়ছিল অনেকটাই। এবার সেই অস্বস্তি থেকে মুক্তি। শুরু হল বৃষ্টি।

আরও পড়ুন-কাটমানি খেয়েছেন তৃণমূল পঞ্চায়েত প্রধান, অফিসে আটকে টানা বিক্ষোভ যুব তৃণমূলের

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণ বঙ্গের অধিকাংশ জেলায়। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদে।

Tags:
.