বছরের শেষ দিনের শুরু হল বৃষ্টি দিয়ে, বিকেলে হয়ত রেন পার্টি

আশঙ্কাই সত্যি হল। বছরের শেষ দিনে রাত থেকে শুরু হল বৃষ্টি ভিজে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে এই অকাল বর্ষণ। আজ সারাদিনই আকাশ মেঘলা থাকবে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে। বিকেলেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

Updated By: Dec 31, 2014, 08:58 AM IST

ওয়েব ডেস্ক: আশঙ্কাই সত্যি হল। বছরের শেষ দিনে রাত থেকে শুরু হল বৃষ্টি ভিজে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে এই অকাল বর্ষণ। আজ সারাদিনই আকাশ মেঘলা থাকবে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে। বিকেলেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

সারাদিনে কী কী করা হবে, কোথায় যাওয়া হবে-সবাই যখন এসবের প্ল্যানিংয়ে ব্যস্ত, ঠিক তখনই মুখ ভার আকাশের। আবহাওয়া দফতর অবশ্য আগেই পূর্বাভাস দিয়েছিল এই নিম্নচাপের। শীত তাও মানা যায়। কিন্তু তা বলে বৃষ্টি! বর্ষবরণের ঠিক আগে তাই আমবাঙালির কপালে এখন দুশ্চিন্তার ভাঁজ।       

Tags:
.