কলকাতায় শুরু হল র্যানডম অ্যান্টিজেন টেস্ট, রিপোর্ট ৩০ মিনিটের মধ্যেই
ফুলবাগান থানার পুলিস বেলা ১২টায় একটি ভ্যানে এদের স্বাস্থকেন্দ্রে নিয়ে আসে। সকলেই ফুলবাগান বাজারের ব্যবসায়ী।
অয়ন ঘোষাল: মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন টেস্টের সংখ্যা বাড়বে। হলও তাই। বৃহষ্পতিবার চেতলা ও হাতিবাগান এলাকায় মোট ২০০ জনের কোভিড টেস্ট হয়েছে। শুক্রবার ৩ নম্বর বরোতে র্যানডম অ্যান্টিজেন টেস্ট হল।
কলকাতা পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ৫০ জনের শরীর থেকে লালারসের নমুনা সংগ্রহ করে আধ ঘণ্টার মধ্যে জানিয়ে দেওয়া হল রিপোর্ট। ফুলবাগান থানার পুলিস বেলা ১২টায় একটি ভ্যানে এদের স্বাস্থকেন্দ্রে নিয়ে আসে। সকলেই ফুলবাগান বাজারের ব্যবসায়ী।
বাজারের মোট ১২৬ জন ব্যাবসায়ীর মধ্যে ৫০ জনকে বাছাই করা হয়। পরীক্ষার রিপোর্ট না পাওয়া পর্যন্ত তাঁদের সবাইকে বসিয়ে রাখা হয়। অ্যান্টিজেন পরীক্ষার অর্থ র্যাপিড রেন্ডম রেসপন্স । যাঁদের কোভিড পজিটিভ নেই, এমনকি উপসর্গ নেই, তাঁদের এই পরীক্ষা হয়।
আরও পড়ুন: তৃণমূলে ‘ঘর ওয়াপসি’ বিপ্লব মিত্রের, কাঙ্খিত গুরুত্ব না পেয়েই ছাড়লেন বিজেপি
যাঁদের একবার কোভিড পজিটিভ ধরা পড়েছে, তারপর সুস্থ হয়েছেন, তাঁদের ইমিউনোলজি বা রোগ প্রতিরোধ ক্ষমতা পরীক্ষা হয় অ্যান্টিবডিতে। শহরের বিভিন্ন প্রান্তে তাই অ্যান্টিবডি পরীক্ষা প্রায় দেড় মাস আগে থেকেই চালু করেছে পুরসভা । গতকাল থেকে এর পাশাপাশি চালু হয়েছে র্যানডম অ্যান্টিজেন টেস্ট।