Rath Yatra 2022: শুক্রবার দুপুরে ইস্কনের রথের রশিতে টান দেবেন মুখ্যমন্ত্রী, জেনে নিন যাত্রাপথ

এদিন সাড়ে আটটা থেকে রথযাত্রার প্রস্তুতি শুরু হবে। সকাল দশটা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান

Updated By: Jun 29, 2022, 06:27 PM IST
Rath Yatra 2022: শুক্রবার দুপুরে ইস্কনের রথের রশিতে টান দেবেন মুখ্যমন্ত্রী, জেনে নিন যাত্রাপথ

অয়ন ঘোষাল: করোনার কারণে গত দু'বছর মন্দির থেকে বের করা যায়নি রথ। এবার তাই মহা ধুমধামে কলকাতায় হচ্ছে ইস্কনের রথযাত্রা।

আগামী ১ জুলাই বেলা ২টোয় ইস্কনের রথযাত্রার অনুষ্ঠানে আসবেন মুখ্যমন্ত্রী। তাঁর হাতেই প্রথম টান পড়বে রথের রশিতে। এদিন সাড়ে আটটা থেকে রথযাত্রার প্রস্তুতি শুরু হবে। সকাল দশটা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান।
 
সোজা রথের রুট

হাঙ্গারফোর্ড স্ট্রিট-অ্যালবার্ট রোড-এজেসি বোস রোড-শরৎ বোস রোড-হাজরা রোড-শ্যামাপ্রসাদ মুখার্জি রোড-আশুতোষ মুখার্জি রোড-জহরলাল নেহরু রোড-এক্সাইড মোড়-আউট্রাম রোড-ব্রিগেড প্যারেড গ্রাউন্ড-এ যাবে রথ। 

ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে করোনাকালের পর ফের হচ্ছে আট দিনের রথের মেলা। সেটাই ইস্কন জগন্নাথের মাসির বাড়ি। আটই জুলাই পর্যন্ত চলবে এই মেলা। প্রতিদিন মেলা চলবে বিকেল সাড়ে তিনটে থেকে রাত নটা পর্যন্ত। নয় জুলাই বেলা সাড়ে বারোটায় ইস্কনের উল্টো রথ। রথ ফিরবে অ্যালবার্ট রোডের ইস্কন মন্দিরে।

উল্টোরথের রুট

ব্রিগেড প্যারেড গ্রাউন্ড-আউট্রাম রোড-জহরলাল নেহরু রোড-ডোরিনা ক্রসিং-এস এন ব্যানার্জি রোড-মৌলালী মোড়-সিআইটি রোড-সুরাবর্দী এভিনিউ-পার্কসার্কাস সেভেন পয়েন্ট-শেক্সপিয়র সরণী-হাঙ্গারফোর্ড স্ট্রিট-অ্যালবার্ট রোড। 

ইস্কন কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস জানান, গত ২ বছর করোনার কারণে রথ বের করা যায়নি। ফলে এবার ইস্কনের রথযাত্রা ও মেলায় ২১ লক্ষ মানুষ আসতে পারেন। মেলায় থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকবে মানসিক কাউন্সিল সেন্টার। 

আরও পড়ুন-রোহিতের বদলে অধিনায়ক জসপ্রীত বুমরা! চলে এল বড় আপডেট   

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.