ফের লাল ক্যাঙারুর মৃত্যু আলিপুর চিড়িয়াখানায়
রবিবার সকালে চিড়িয়াখানায় মৃত্যু হল আরও একটি লাল ক্যাঙারু। শহরে অতিথি হয়ে এসেছিল ৪ জন। কিন্তু সংখ্যা কমতে কমতে এবার একে এসে দাঁড়াল।
রবিবার সকালে চিড়িয়াখানায় মৃত্যু হল আরও একটি লাল ক্যাঙারু। শহরে অতিথি হয়ে এসেছিল ৪ জন। কিন্তু সংখ্যা কমতে কমতে এবার একে এসে দাঁড়াল।
১৯৭৬ সালের পর ২০১১-র জুন মাসে চেক প্রজাতন্ত্র থেকে আলিপুর চিড়িয়াখানায় লাল ক্যাঙারু আনা হয়েছিল। এই লাল ক্যাঙারুগুলিকে চিড়িয়াখানায় দর্শকদের সামনে আনার আগে একমাস পর্যবেক্ষণে রাখা হয়েছিল। পশু চিকিত্সক এবং প্রাণী বিশেষজ্ঞরা সবুজ সঙ্কেত দেওয়ার পর তাদের দর্শকদের সামনে আনা হয়। কিন্তু অগাস্টেই একটি লাল ক্যাঙারুর মৃত্যু হয়। এরপর বড়দিনের ঠিক আগে মারা যায় আরও একটি লাল ক্যাঙারু। বন আধিকারিকদের একাংশের অভিযোগ, চেক প্রজাতন্ত্রের লাল ক্যাঙারু কলকাতার পরিবেশে মানিয়ে নিতে পারছে না। তাহলে তাদের দর্শকদের সামনে আনা হল কীভাবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে চিড়িয়াখানায় গত কয়েক মাস ধরে পূর্ণ সময়ের পশু চিকিত্সক নেই বলে অভিযোগ।
গত কয়েক মাস ধরে চিড়িয়াখানার অভ্যন্তরীন রাজনীতিতে গণ্ডগোল চলার জেরে থমকে রয়েছে সমস্ত উন্নয়নমুখী প্রকল্প। অভ্যন্তরীন এই সব গণ্ডগোলের জেরে পশু পরিচর্যার কাজ ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে একাধিকবার। চিড়িয়াখানায় তৃতীয় লাল ক্যাঙারুর মৃত্যু সেই অভিযোগ আবার সামনে এনে দিল।