কলকাতায় RSS প্রধান মোহন ভাগবতের অনুষ্ঠান বাতিল হয়ে গেল
Updated By: Sep 5, 2017, 10:57 AM IST
![কলকাতায় RSS প্রধান মোহন ভাগবতের অনুষ্ঠান বাতিল হয়ে গেল কলকাতায় RSS প্রধান মোহন ভাগবতের অনুষ্ঠান বাতিল হয়ে গেল](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/09/05/92794-mohan-5-9-17.jpg)
ওয়েব ডেস্ক: কলকাতায় RSS প্রধান মোহন ভাগবতের অনুষ্ঠান বাতিল হয়ে গেল। ৩ অক্টোবর মহাজাতি সদনে ভগিনী নিবেদিতা মিশন ট্রাস্টের অনুষ্ঠানে তাঁর বক্তব্য রাখার কথা ছিল। ট্রাস্টের তরফে মহাজাতি সদন কর্তৃপক্ষকে টাকাও জমা দেওয়া হয়। যদিও, পরে মহাজাতি সদন কর্তৃপক্ষ জানায় যে, হল সংস্কারের কাজ চলার কারণে ওই সময়ে অনুষ্ঠান করা যাবে না। সংগঠকদের অভিযোগ, মোহন ভাগবতের অনুষ্ঠান বাতিলে প্রমাণ হচ্ছে, রাজ্যে গণতন্ত্র নেই।
সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে আজ পুলিসের সঙ্গে বৈঠক
এবছরই জানুয়ারি মাসে ব্রিগেডে অনুষ্ঠিত হয়েছিল মোহন ভাগবতের সভা। তবে কলকাতা হাইকোর্টের শর্ত ছিল, আমন্ত্রিতদের বাইরে আর কোনও লোক RSS-র সভায় আসতে পারবেন না। সেই শর্ত মেনেই সভা হয়েছিল সেদিন।