কলকাতার রাস্তায় রাস্তায় RSS-এর পোস্টারে প্রচারে 'আমরা সবাই হিন্দু'

শনিবারের সভার ফ্লেক্সে ছেয়ে গেছে শহর। আর সেই প্রচারেই বিশ্ব হিন্দু পরিষদের আজব ফরমান, আমরা সবাই হিন্দু! স্বভাবতই প্রশ্ন উঠছে, ধর্মনিরপেক্ষ দেশে এমন  পোস্টার কি আদৌ সঙ্গত? আরএসএসের এই শাখা সংগঠনের এমন কর্মকাণ্ড ঘিরে প্রশ্নের মুখে মোদী সরকারও ।

Updated By: Dec 15, 2014, 09:00 AM IST
কলকাতার রাস্তায় রাস্তায় RSS-এর পোস্টারে প্রচারে 'আমরা সবাই হিন্দু'

ওয়েব ডেস্ক: শনিবারের সভার ফ্লেক্সে ছেয়ে গেছে শহর। আর সেই প্রচারেই বিশ্ব হিন্দু পরিষদের আজব ফরমান, আমরা সবাই হিন্দু! স্বভাবতই প্রশ্ন উঠছে, ধর্মনিরপেক্ষ দেশে এমন  পোস্টার কি আদৌ সঙ্গত? আরএসএসের এই শাখা সংগঠনের এমন কর্মকাণ্ড ঘিরে প্রশ্নের মুখে মোদী সরকারও ।

শহিদ মিনারে সভা শনিবার। উপলক্ষ বিশ্ব হিন্দু পরিষদের সুবর্ণজয়ন্তী। আসছেন আরএসএসের প্রধান মোহন ভাগবত। থাকবেন অশোক সিঙ্ঘল ও প্রবীণ তোগাড়িয়ার মতো বিশ্ব হিন্দু পরিষদের সংগঠকরাও। উদ্যোক্তাদের আশা,অন্তত পঞ্চাশ হাজার  লোক আসবেন সভায়। রাজনৈতিক মহলের ধারণা, দুহাজার ষোলোয় এ রাজ্যে ক্ষমতা দখলই এখন বিজেপির পাখির চোখ। শাখা সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের এমন বড়সড় সভার আয়োজনও সেকথা মাথায় রেখেই। কিন্তু শহরজুড়ে তারই প্রচারে  হিন্দুত্বের আস্ফালন ঘিরে দানা বাধছে বিতর্ক।

ধর্মনিরপেক্ষতাই ভারতীয় সংবিধানের মূল সুর। সেখানে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপিরই একটি শাখা সংগঠনের এই মনোভাবের প্রতিবাদে সরব বিরোধীরা। ধর্মের ভিত্তিতে বিভাজনের অভিযোগ তুলেছেন বামপন্থীরা। বিশ্ব হিন্দু পরিষদ কর্তারা অবশ্য নিজেদের যুক্তিতেই অনড়। প্রচারেই হিন্দুত্বের জিগির। শনিবারের সভায় শেষপর্যন্ত কী বার্তা দেন ভাগবতরা, সবার নজর এখন সেদিকেই।

.