অনলাইনে পঠনপাঠন হচ্ছে না তেমন, বেতন কমাতে হবে ৫০%, তেঘরিয়া হলি প্লেস স্কুলে বিক্ষোভ

সেক্ষেত্রে অনেক অভিভাবকের পক্ষেই এত টাকা বেতন দেওয়া কষ্টকর হচ্ছে। বেতন কমানোর দাবিতে সোমবার স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা। যদিও স্কুল কর্তৃপক্ষের তরফে এবিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী | Updated By: Jun 22, 2020, 02:39 PM IST
অনলাইনে পঠনপাঠন হচ্ছে না তেমন, বেতন কমাতে হবে ৫০%, তেঘরিয়া হলি প্লেস স্কুলে বিক্ষোভ
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন: লকডাউনে স্কুলে পঠনপাঠন হচ্ছে না কিছুই। কেবল অনলাইনে ক্লাস হচ্ছে। স্কুলের বেতন ৫০ শতাংশ কমাতে হবে। এই দাবিতে তেঘরিয়া হলি প্লেস স্কুলে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা।
রাজ্যের বিভিন্ন বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলগুলোতে বেতন বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ চলছে। সেখানে একটু হলেও ভিন্ন ছবি তেঘরিয়া হলি প্লেস স্কুলে।
অভিভাবকদের অভিযোগ, স্কুলে পঠনপাঠন হচ্ছে না। অনলাইনে কয়েকটা ক্লাস হচ্ছে। স্কুলের বেতন অতিরিক্ত, সেখান থেকে পঞ্চাশ শতাংশ কমাতে হবে। লকডাউনে অভিভাবকদের অনেকেই কাজ হারিয়েছেন।

স্কুলের সামনে অভিভাবকদের বিক্ষোভ

সেক্ষেত্রে অনেক অভিভাবকের পক্ষেই এত টাকা বেতন দেওয়া কষ্টকর হচ্ছে। বেতন কমানোর দাবিতে সোমবার স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা। যদিও স্কুল কর্তৃপক্ষ অবশ্য আশ্বাস দিয়েছে, অভিভাবকরা তাঁদের সমস্যার কথা আলাদা আলাদাভাবে জানালে তাঁদের দেখে ফি মুকুব করা হবে।

.