অনিশ্চয়তায় বিধাননগর মেলা
বিধাননগর মেলায় লাগল রাজনীতির রঙ। মেলা পরিচালনার রাশ কাদের হাতে থাকবে তা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। গত বাইশ বছর ধরে যারা মেলা পরিচালনা করে আসছেন, সেই কমিটি সরকার নির্ধারিত মেলার মাঠের ভাড়া দিতে রাজি হলেও মেলার দায়িত্ব নিতে চলেছে রাজ্য সরকার।
বিধাননগর মেলায় লাগল রাজনীতির রঙ। মেলা পরিচালনার রাশ কাদের হাতে থাকবে তা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। গত বাইশ বছর ধরে যারা মেলা পরিচালনা করে আসছেন, সেই কমিটি সরকার নির্ধারিত মেলার মাঠের ভাড়া দিতে রাজি হলেও মেলার দায়িত্ব নিতে চলেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের বক্তব্য, মেলার মাঠের ভাড়া বাবদ অন্যান্য বছরের চাইতে এবার দৈনিক ৫০ গুন বেশি ভাড়া দিতে হবে। তাতেও রাজি ছিলও মেলা কমিটি। সমস্যা বাঁধল এবার সরকার পুরসভার মাধ্যমে মেলা করবার কথা ভাবছে। বিধাননগর মেলা থেকে উদ্যোক্তাদের আয়ের সমস্তটাই ব্যয় হয় সমাজকল্যানমূলক কাজে। এবছর একটি বৃদ্ধাবাস তৈরির প্রকল্পের উদ্যোগ নিয়েছিলেন মেলার উদ্যোক্তারা। সরকার এই মেলার দায়িত্ব নিয়ে নিলে মেলা থেকে প্রাপ্ত আয়ের ওপর আর কোনও অধিকার থাকবে না মেলা কমিটির। এই সিদ্ধান্তে আতান্তরে পড়ে অসহায় অবস্থা দীর্ঘদিন মেলা পরিচালনা করে আসে কমিটির প্রবীণদের।