Partha Chatterjee Arrest: হিমশৈলের চূড়া সবেমাত্র দৃশ্যমান হয়েছে, ফেসবুকে পোস্ট শুভেন্দুর
এই ঘটনায় তীব্র তোপ দেগেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন এবং একই সঙ্গে সরাসরি আক্রমণ করেছেন পার্থ চট্টোপাধ্যায়কে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টানা ২৭ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরে শেষপর্যন্ত শনিবার সকালে পার্থ চট্টোপাধ্যাকে গ্রেফতার করল ইডি (ED)। জিজ্ঞাসাবাদে অসঙ্গতি থাকায় তাঁকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে ইডি সূত্রে। আর এই ঘটনায় তীব্র তোপ দেগেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন এবং একই সঙ্গে সরাসরি আক্রমণ করেছেন পার্থ চট্টোপাধ্যায়কে।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, "একটি প্রজন্মকে প্রতারিত হতে হয়েছে। যোগ্য মেধাবী চাকরি প্রার্থীরা ক্লাসরুমের জায়গায়, পথে বসে প্রতিবাদ আন্দোলন করতে বাধ্য হয়েছে। তাদের চোখের জল বৃথা যাবে না। যোগ্য প্রার্থীদের আবেদন বিবেচনা করে মহামান্য কলকাতা হাইকোর্ট যে তদন্ত প্রক্রিয়ার নির্দেশ দেন, তার প্রভাব পড়তে শুরু হয়েছে। মহামান্য হাইকোর্ট কে আমার কৃতজ্ঞতা জানাই। আইনি পদক্ষেপের ফল সবেমাত্র পাওয়া শুরু হয়েছে। হিমশৈলের চূড়া সবেমাত্র দৃশ্যমান হয়েছে।"
আরও পড়ুন: Partha Chatterjee: 'কোথায় নিয়ে যাচ্ছে জানি না, নেত্রীর সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হয়নি!'
যদিও অর্পিতা মুখোপাধ্য়ায়ের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই বলে আগেই স্পষ্ট করে দেন দলীয় মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর দাবি, "যার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে, তাঁর সঙ্গে তৃণমূলের কোনও যোগাযোগ নেই। এই টাকার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। এই তদন্তে যাঁদের নাম জড়াচ্ছে, জবাব দেওয়ার দায়িত্ব তাঁর ও তাঁদের আইনজীবীদের। কেন দলের নাম জড়িয়ে প্রচার চলছে? দলটা সব নজর রাখছে। যথাসময়ে দল তার বক্তব্য জানাবে। আমরা এখনও পর্যন্ত শুধু ইডির বক্তব্য পেয়েছি।"