সারদাকাণ্ডে ফের জেরা করা হচ্ছে তৃণমূল সাংসদ সৃঞ্জয় বসু, ইস্টবেঙ্গল কর্তা দেবব্রতকে
সারদা চিটফান্ড কাণ্ডে তদন্তের স্বার্থে সৃঞ্জয় বসু, ও দেবব্রত সরকারের সঙ্গে কথা বলছে এসএফআইও। আজই তৃণমূল সাংসদ সৃঞ্জয় বসু ও ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারকে ডেকে পাঠানো হয়। সেইমত সকাল দশটাতেই দিল্লিতে এসএফআইও দফতরে পৌঁছে যান সৃঞ্জয় বসু। সারদা চিটফান্ড কাণ্ডে তদন্তের স্বার্থে এই নিয়ে দ্বিতীয় বার ডাকা হল তৃণমূল সাংসদ সৃঞ্জয় বসুকে।
সারদা চিটফান্ড কাণ্ডে তদন্তের স্বার্থে সৃঞ্জয় বসু, ও দেবব্রত সরকারের সঙ্গে কথা বলছে এসএফআইও। আজই তৃণমূল সাংসদ সৃঞ্জয় বসু ও ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারকে ডেকে পাঠানো হয়। সেইমত সকাল দশটাতেই দিল্লিতে এসএফআইও দফতরে পৌঁছে যান সৃঞ্জয় বসু। সারদা চিটফান্ড কাণ্ডে তদন্তের স্বার্থে এই নিয়ে দ্বিতীয় বার ডাকা হল তৃণমূল সাংসদ সৃঞ্জয় বসুকে।
মূলত প্রতারণা, বেআইনি লেনদেন সংক্রান্ত বিষয়গুলির তদন্ত করে এসএফআইও। সৃঞ্জয় বসুর সঙ্গে সারদা কর্তা সুদীপ্ত সেনের একটি চুক্তি হয়। একটি সংস্থা তৈরি করে এই চুক্তি করা হয়। সেই বিষয়ে জেরা করতেই মূলত আজ ডাকা হয়েছে সৃঞ্জয় বসুকে। এছাড়াও সম্প্রতি সারদার হাতে থাকা একটি পত্রিকার মালিকানা বদল হয়েছে। সেই মালিকানা বদলে সৃঞ্জয় বসু ও দেবব্রত সরকারের ভূমিকাও খতিয়ে দেখছে এসএফআইও।