শহরের বুকে ট্যাক্সি থামিয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে কয়েক লক্ষ টাকা ছিনতাই
ভর সন্ধেয় ট্যাক্সি থামিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটল খোদ কলকাতায়। কাল ঘটনাটি ঘটেছে গার্ডেনরিচের নেচার পার্ক এলাকায়। ট্যাক্সি থামিয়ে তিন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে কয়েক লক্ষ টাকা ছিনতাই করে চম্পট দেয় বলে অভিযোগ। ঘটনার পরই গার্ডেনরিচ থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি।
ভর সন্ধেয় ট্যাক্সি থামিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটল খোদ কলকাতায়। কাল ঘটনাটি ঘটেছে গার্ডেনরিচের নেচার পার্ক এলাকায়। ট্যাক্সি থামিয়ে তিন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে কয়েক লক্ষ টাকা ছিনতাই করে চম্পট দেয় বলে অভিযোগ। ঘটনার পরই গার্ডেনরিচ থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি।
বুধবার সন্ধে ছটা। কর্মচারীদের বেতন দিয়ে নিজের বাড়ির উদ্দেশে বার হন একটি পরিবহন সংস্থার ম্যানেজার অভিষেক বেড়িয়া ও তাঁর এক সঙ্গী। গার্ডেনরিচের ভিক্টোরিয়া জুট মিল এলাকা থেকে ট্যাক্সি ধরেন তাঁরা। কিছুদূর যাওয়ার পরই নেমে যান অভিষেক বেড়িয়ার সঙ্গী। অভিযোগ, ট্যাক্সিটি নেচার পার্কের কাছে যেতেই মুখ ঢাকা তিন দুষ্কৃতী বাইক নিয়ে পথ আটকায়। এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে অভিষেক বাবুর কাছ থেকে বেশ কয়েক লক্ষ টাকা ও মোবাইল হাতিয়ে চম্পট দেয়। ঘটনার পরই কর্তব্যরত ট্রাফিক পুলিসকে বিষয়টি জানান অভিষেক বেড়িয়া।
অফিসের গাড়িতেই প্রতিদিন নিজের বাড়ি ফিরতেন অভিষেক বেড়িয়া। বুধবার কেন তিনি নগদ টাকা নিয়ে ট্যাক্সিতে উঠলেন? দীর্ঘক্ষণ পুলিসি জেরার পরও এবিষয়ে সদুত্তর দিতে পারেননি অভিষেক বাবু। মুখ খুলতে চাননি ক্যামেরার সামনেও। ফলে গোটা ঘটনায় অভিষেক বেড়িয়ার ভূমিকাও খতিয়ে দেখছে গার্ডেনরিচ থানা।