শেষযাত্রা! বিধানভবন, বিধানসভায় শ্রদ্ধার পর বাসভবন, দুপুরেই পঞ্চভূতে বিলীন হয়ে যাবেন সোমেন মিত্র
এরপর সাড়ে ১১টা থেকে সাড়ে বারোটা পর্যন্ত বিধানভবনে রাখা হবে দেহ। সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হবে বিধানসভায়। সেখানে দেড়টা পর্যন্ত তাঁর দেহ রাখা হবে। তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন বিধায়করা।
নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবার সকাল সাড়ে ন’টা নাগাদ বেলভিউ হাসপাতাল থেকে বিধানভন নিয়ে যাওয়া হবে সোমেন মিত্রর মরদেহ।
দুপুর বারোটা পর্যন্ত বিধানভবনে রাখা হবে দেহ। সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হবে বিধানসভায়। সেখানে দেড়টা পর্যন্ত তাঁর দেহ রাখা হবে। তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন বিধায়করা।
বিধানসভা থেকে ফের ৩ নম্বর লোয়ার রডোন স্ট্রিটের নিজ বাসভবন নিয়ে যাওয়া হবে। নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে।
হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার রাত ১টা ৫০ মিনিট নাগাদ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
হৃদযন্ত্রের সমস্যা নিয়ে গত বেশ কয়েকদিন ভর্তি ছিলেন শহরের বেসরকারি হাসপাতালে। তবে দুদিন আগেই তাঁর ছেলে সাংবাদিকদের জানান, তাঁর বাবা চিকিত্সায় সাড়া দিচ্ছেন। আচমকাই, বুধবার রাতে তাঁর অবস্থার অবনতি হয়।