Sana Ganguly Accident: দুই বাসের রেষারেষিতে এবার দুর্ঘটনার কবলে সৌরভকন্যা!

Sana Ganguly Accident: সের চালককে আটক করেছে পুলিস। 

Updated By: Jan 4, 2025, 12:18 AM IST
Sana Ganguly Accident: দুই বাসের রেষারেষিতে এবার দুর্ঘটনার কবলে সৌরভকন্যা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শহরে ফের বেপরোয়া বাসের দৌরাত্ম্য। এবার অল্পের জন্য রক্ষা পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানা! বাসের চালককে আটক করেছে পুলিস। দুর্ঘটনা ঘটল বেহালা চৌরাস্তায়।

আরও পড়ুন: Maa Flyover: পুলিসকে ধমক মুখ্যমন্ত্রীর! এবার ২৪ ঘণ্টাই মা উড়ালপুলে চলবে বাইক, মানতে হবে এই শর্ত...

পুলিস সূত্রে খবর, চৌরাস্তায় ডায়মন্ড হারবার দুটি বাসের রেষারেষি চলছিল। বাড়ি গলিতে ঢোকার মুখে দাঁড়িয়ে পড়েছিল সানার গাড়ি। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ধাক্কা মারে গাড়িতে। গাড়ির একদিক তুবড়ে গিয়েছে। একটা জানলার কাঁচ ভেঙেছে। তবে যেদিকে বাসটি ধাক্কা মারে, তার উল্টোদিকে বসেছিলেন সানা। ফলে অল্পের জন্য রক্ষা পান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশের তৎপরতায় সানাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

আরও পড়ুন:   Siddiqullah Chowdhury: 'জানি না নবান্ন কতটা মূল্য দিয়েছে', সরকারি মঞ্চে বিস্ফোরক মন্ত্রী সিদ্দিকুল্লা!

প্রত্যক্ষদর্শীরা অবশ্য জানিয়েছেন, বাসের ধাক্কা গাড়িটি উলটে যেতে পারত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশের তৎপরতায় সানাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। আটক করা হয় চালককে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.