'বাহুবলী' দেখতে শ্রীভূমি স্পোর্টিংয়ে সৌরভ
নিজস্ব প্রতিবেদন: বেহালা থেকে লেকটাউন, দূরত্ব ২২ কিলোমিটাররে একটু বেশি। ঠাকুরনগর হয়ে এলে বেহালা থেকে লেকটাউন আস্তে সময় লাগে ৪৭ মিনিটের কাছকাছি। তবে পুজোর দিনগুলিতে ট্র্যাফিক সামলে সময় লাগে আরও একটু বেশি। কিন্তু সৌরভের আসতে সময় লেগেছে আরও কম। 'দাদা' বলে কথে। অষ্টমীর সকালেই বাহুবলীর পাড়ায় বেহালার ছেলে। প্রিন্স অব কলকাতা, 'দাদাগিরি' করলেন লেকটাউন শ্রীভূমি স্পোর্টিংয়ের মাহেশমতী সাম্রাজ্যে। এমনিতে ঠাকুর দেখতে ভীষণ পছন্দ করেন সিএবি প্রেসিডেন্ট। এবার তো কলকাতার সনামধন্য পুজো, কুমোরটুলি পার্কের ২৫ বছরের উদ্বোধনও হয়েছে তাঁর হাতেই। নিজের পাড়াতেও পুজোতে মাতেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। সপ্তমীতে নিজের পাড়ার প্রতিমার সঙ্গে সেলফি পোস্ট, আর আজ মহাষ্টমীর সকালে গাঙ্গুলি হাজির মাহেশমতীর সেট-এ। গোটা পৃথিবীতেই দুর্গা পুজোর সেলিব্রেশন একটা আলাদা মাত্রা পায়, কলকাতায় সেটা সবথেকে বেশি উপভোগ করা যায়, শ্রীভূমি স্পর্টিংয়ের পুজো দেখতে এসে এমনটাই জানালেন সৌরভ গাঙ্গুলি।
Wish all happy Durga puja on mahasaptami day..city is in puja frenzy pic.twitter.com/SraVbfeTNN
— Sourav Ganguly (@SGanguly99) September 27, 2017