শোভনদেবকে হেনস্থা, ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

মুখ্যমন্ত্রীর নামে স্লোগান দিয়ে তৃণমূল বিধায়ক ও বিধানসভায় দলের মুখ্য সচেতক শোভনদেব চট্টোপাধ্যায়কে হেনস্থার ঘটনা ঘটল কলকাতা বিশ্ববিদ্যালয়ে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃণমূল কর্মচারী সমিতির তরফে আজ উপাচার্যের ঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছিল। সেখানেই কর্মচারীদের দাবিদাওয়া নিয়ে আলোচনায় যোগ দিতে যান শোভনদেব চট্টোপাধ্যায়।

Updated By: Nov 27, 2012, 08:04 PM IST

মুখ্যমন্ত্রীর নামে স্লোগান দিয়ে তৃণমূল বিধায়ক ও বিধানসভায় দলের মুখ্য সচেতক শোভনদেব চট্টোপাধ্যায়কে হেনস্থার ঘটনা ঘটল কলকাতা বিশ্ববিদ্যালয়ে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃণমূল কর্মচারী সমিতির তরফে আজ উপাচার্যের ঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছিল। সেখানেই কর্মচারীদের দাবিদাওয়া নিয়ে আলোচনায় যোগ দিতে যান শোভনদেব চট্টোপাধ্যায়। অভিযোগ, সেইসময়েই তাঁর ওপর চড়াও হয় বিক্ষুব্ধ কর্মীদের একাংশ। তাঁকে ধাক্কা দেওয়া হয় বলেও অভিযোগ। ঘটনার পর উপাচার্য ও পুলিসকে পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়।   

.