কলকাতায় মিলছে রাশিয়ার Sputnik V, জেনে নিন কোথায়, কোন নম্বরে যোগাযোগ
শনিবার উডল্যান্ডস হাসপাতালে টিকা নেন ১২ জন।
![কলকাতায় মিলছে রাশিয়ার Sputnik V, জেনে নিন কোথায়, কোন নম্বরে যোগাযোগ কলকাতায় মিলছে রাশিয়ার Sputnik V, জেনে নিন কোথায়, কোন নম্বরে যোগাযোগ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/06/19/327434-sputnik.jpg)
নিজস্ব প্রতিবেদন: কলকাতায় পাওয়া যাচ্ছে রাশিয়ার টিকা 'স্পুটনিক ভি'। একটি বেসরকারি হাসপাতালে চলছে টিকাকরণ। এর আগে কোভিডযোদ্ধাদের দেওয়া হচ্ছিল রাশিয়ান টিকা। তবে এবার জনসাধারণও নিতে পারবেন 'স্পুটনিক ভি'। শনিবার উডল্যান্ডস হাসপাতালে টিকা নেন ১২ জন।
শনিবার থেকে জনসাধারণের জন্য 'স্পুটনিক ভি' টিকাকরণ শুরু হয়েছে উডল্যান্ডস হাসপাতালে। টিকা নিতে গেলে নথিভুক্ত করতে হবে কোউইন অ্যাপে। হাসপাতালের একটি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলেই বুকিং করতে পারবেন আগ্রহীরা। ৯৮৩০২৬৮৬০৪-এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন। যোগাযোগ করে নেবে হাসপাতাল কর্তৃপক্ষ। টিকার দাম পড়ছে ১১৪৫ টাকা। রবিবার টিকাকরণ বন্ধ থাকছে। সোমবার ফের দেওয়া হবে।
'স্পুটনিক ভি' সিঙ্গল ভায়াল। শূন্যের নীচে ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটি সংরক্ষণ করতে হয়। টিকা নেওয়ার পর আধ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। ২১ দিন বাদে দেওয়া হবে টিকার দ্বিতীয় ডোজ।