Bonny Sengupta|SSC Scam: 'নিয়োগ দুর্নীতিতে যুক্ত নই', অভিযুক্ত কুন্তলের টাকা ফেরালেন বনি-সোমা
কুন্তলের অ্যাকাউন্টে ৫৫ লক্ষ ৬৩ হাজার টাকা ট্রান্সফার করলেন সোমা চক্রবর্তীর। বনি সেনগুপ্ত পাঠালেন ৪৪ লাখ টাকা। তবে এই টাকা ফেরত দেওয়ার বিষয়ে সরাসরি বনি সেনগুপ্ত কোনও প্রতিক্রিয়া না দিলেও মুখ খুললেন পিয়া সেনগুপ্ত। তিনি জানান, এই সিদ্ধান্ত বনির একান্ত নিজস্ব। ইডির চাপে বা নির্দেশে সে এই সিদ্ধান্ত নিয়েছে এমনটা নয়।
অয়ন ঘোষাল: কুন্তল ঘোষের টাকা ফেরত দিলেন সোমা-বনি। ইডি সূত্রে খবর, কুন্তলের অ্যাকাউন্টে ৫৫ লক্ষ ৬৩ হাজার টাকা ট্রান্সফার করলেন সোমা চক্রবর্তীর। বনি সেনগুপ্ত পাঠালেন ৪৪ লাখ টাকা। তবে এই টাকা ফেরত দেওয়ার বিষয়ে সরাসরি বনি সেনগুপ্ত কোনও প্রতিক্রিয়া না দিলেও মুখ খুললেন পিয়া সেনগুপ্ত। তিনি জানান, এই সিদ্ধান্ত বনির একান্ত নিজস্ব। ইডির চাপে বা নির্দেশে সে এই সিদ্ধান্ত নিয়েছে এমনটা নয়। বনি যে নির্দোষ তা আপনারা ক্রমশঃ জানতে পারবেন।
পিয়ার দাবি, বনি যে নির্দোষ তা ইডি থেকেই একথা আপনাদের একদিন না একদিন জানানো হবে। বনির দর্শকদের কাছেও বলছি, ও নির্দোষ। আপনারা সব জানতে পারবেন। নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে যোগসূত্র পাওয়ার পর ইতিমধ্যেই অভিনেতাকে দু' বার জেরা করেছে ইডি৷ তার পরেই বনি সেনগুপ্ত টাকা ফিরিয়ে দিয়েছেন বলে ইডি সূত্রে খবর৷ গতকাল রাতেই ব্যাঙ্ক ড্রাফ্টের মাধ্যমে বনি টাকা ফিরিয়েছেন বলে খবর। সোমা চক্রবর্তীও ৫৫ লক্ষ ৬৩ হাজার টাকা কুন্তলের অ্যাকাউন্টে ফেরত দিয়েছেন।
প্রসঙ্গত, কয়েক বছর আগে কুন্তলের থেকে ৫০ লাখ টাকারও বেশি গিয়েছিল সোমার অ্যাকাউন্টে। আর বনি যে বিলাসবহুল গাড়িতে চড়তেন তার দাম মিটিয়েছিলেন কুন্তল। যদিও বনি সেই গাড়ি বিক্রি করে দিয়েছেন। জানা গিয়েছে, যে অ্যাকাউন্ট থেকে এই টাকা পেয়েছিলেন, সেই অ্যাকাউন্টেই তা ফেরত পাঠিয়েছেন বনি এবং সোমা৷ ওই অ্যাকাউন্ট ইতিমধ্যেই ফ্রিজ করেছে ইডি৷
কুন্তলের ব্যাঙ্কের নথিতে পাওয়া গিয়েছে বনির নাম। কেন্দ্রীয় তদন্তকারী সূত্রে চাঞ্চল্যকর দাবি। হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গিয়েছে। তাই ব্যাংক অ্যাকাউন্টের নথি নিয়ে ইডি দফতরে হাজিরাও দিয়েছেন অভিনেতা। জি ২৪ ঘণ্টার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বনি নিজেও জানিয়েছেন তাঁর ও কুন্তল ঘোষের লেনদেনের কথা। বনি বলেন, ‘আমার একটাই লেনদেন হয়েছে। ৩০ থেকে ৪০ লক্ষ টাকা লেনদেন হয়েছিল। জিরাটে একটা পুজো উদ্বোধনের ইভেন্টে প্রথম পরিচয় হয়েছিল। ২০১৭ সালে আমার গাড়ি কেনার সময় ওর সঙ্গে একটা ছবির কথা হয়েছিল। তখনই ঐ টাকা ট্রান্সফার হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সেই ছবি তৈরি হয়নি। তবে যে টাকা ট্রান্সফার হয়েছে, তাঁর প্রেক্ষিতে ২০-২৫ টি ইভেন্টে আমি গিয়েছি। আমি কোনও অবৈধভাবে টাকা নিতে চাইনি। পুরোটাই বৈধভাবে লেনদেন হয়েছে। আমাদের চেনাশোনা হয়ে গিয়েছিল, ভালো সম্পর্কই ছিল। শেষবার কুন্তলদার সঙ্গে দেখা হয়েছে ২০১৯ সালে। কুন্তলদার মেয়ের জন্মদিনে শেষবার গিয়েছিলাম।’
অন্যদিকে, কুন্তল ‘ঘনিষ্ঠ’ পার্লার মালকিন সোমা চক্রবর্তীকেও তলব করে ইডি। কুন্তল ‘ঘনিষ্ঠ’ পার্লার মালকিন সোমা চক্রবর্তীকেও তলব করেছে ইডি। সূত্রের খবর, তাঁকে ৫০ লক্ষ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল ইডি। যদিও সোমা বলেন, 'পার্লারের জন্য কুন্তলের থেকে ৫০ লক্ষ টাকা ধার নিয়েছিলাম। দ্রুত টাকা ফেরত দেওয়ার চেষ্টা করছি।'
আরও পড়ুন, SSC-র প্রশ্ন ভুল পরিকল্পিত... সব নিয়োগ বাতিল করে দেব! বিস্ফোরক বিচারপতি মান্থা