মিড ডে মিল নিয়ে এবার কেন্দ্রের সঙ্গে তরজায় রাজ্য

Updated By: Dec 11, 2014, 04:54 PM IST
মিড ডে মিল নিয়ে এবার কেন্দ্রের সঙ্গে তরজায় রাজ্য

এবার মিড ডে মিল নিয়ে কেন্দ্র-রাজ্য জোর তরজা। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অভিযোগ, এই প্রকল্পের পরিকাঠামো তৈরিতে কোনও টাকাই দেয় না কেন্দ্র। কেন্দ্রীয় প্রতিনিধির পাল্টা অভিযোগ, ঠিক কত টাকা ভর্তুকি দরকার বার বার বলা সত্ত্বেও জানায়নি রাজ্য। মিড ডে মিলের ওয়ার্কশপেও কেন্দ্র-রাজ্য কাজিয়া।  

বৃহস্পতিবার ওয়ার্কশপে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, কেন্দ্রের উচিত মিড ডে মিলে বরাদ্দ বাড়ানো। পাশাপাশি তাঁর অভিযোগ, কেন্দ্র মিড ডে মিলের টাকা দেয় ঠিকই। কিন্তু  প্রকল্পের পরিকাঠামোর জন্য কোনও টাকা বরাদ্দ করা হয় না।। রাজ্য সরকারই সুন্দরবন ও জঙ্গলমহলের মত পিছিয়ে পড়া এলাকার স্কুলগুলিতে খাবার ঘর তৈরি করে দিয়েছে বলে দাবি করেন তিনি।

এরপরেই  পাল্টা অভিযোগ তোলেন  কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের  অধিকর্তা । তাঁর দাবি, মিড ডে মিলের রান্নায় এল পি জি ব্যবহারে কত টাকা ভর্তুকি দরকার, বার বার বলা সত্ত্বেও তা জানায়নি রাজ্য। বিভিন্ন জেলা থেকে মিড ডে মিল সংক্রান্ত  রিপোর্টও ঠিক সময়ে পাওয়া যায় না বলে তাঁর অভিযোগ। রাজ্যে প্রায় সব প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলেই চালু হয়েছে মিড ডে মিল । গত তিন বছরে অবস্থার অনেকটা  উন্নতি হওয়ায় প্রশংসাও মিলেছে কেন্দ্রের তরফে। তা সত্ত্বেও কেন্দ্র-রাজ্য পারস্পরিক দোষারোপ বা চাপান-উতোর যে বন্ধ হয়নি এদিনের অনুষ্ঠানে তা আরও একবার স্পষ্ট হয়ে গেল।

 

.