দু'দফায় পঞ্চায়েত ভোট, অবস্থানে অনড় রাজ্য

আগের অবস্থানেই অনড় রাজ্য। মহাকরণে সচিবদের সঙ্গে ম্যরাথন বৈঠকের পর একথা জানালেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখার্জি। এদিন তিনি আবারও জানান, '২৬ ও ৩০ এপ্রিল ভোট হবে'। কমিশনকে আজই চিঠি দিচ্ছে রাজ্য। চিঠিতে কমিশনের সমস্ত প্রশ্ন জবাব দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন সুব্রত।

Updated By: Mar 30, 2013, 03:09 PM IST

আগের অবস্থানেই অনড় রাজ্য। মহাকরণে সচিবদের সঙ্গে ম্যরাথন বৈঠকের পর একথা জানালেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখার্জি। এদিন তিনি আবারও জানান, '২৬ ও ৩০ এপ্রিল ভোট হবে'। কমিশনকে আজই চিঠি দিচ্ছে রাজ্য। চিঠিতে কমিশনের সমস্ত প্রশ্ন জবাব দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন সুব্রত।
কেন্দ্রীয় বাহিনী না ডেকে রাজ্য পুলিসের সাহায্য নিয়েই পঞ্চায়েত ভোট করার পক্ষপাতী রাজ্য। সে কথা আরও একবার স্পষ্ট করে দিয়েছেন পঞ্চায়েতমন্ত্রী। তবে ভোট  জটিলতা কাটাতে সরকার কোনও ভাবেই আইনের দরজায় যাবে না বলে জানিয়ে দিয়েছেন মন্ত্রী। পাশাপাশি আজকের মধ্যেই পঞ্চায়েত নির্বাচনী বিজ্ঞপ্তি জারি করতে চাপ দিচ্ছে সরকার।
গতকালই পঞ্চায়েতমন্ত্রী জানিয়েছেন, রাজ্যকে ফের বিজ্ঞপ্তি জারি করতে হবে। সেক্ষেত্রে ভোটের দিনক্ষণ নিয়েও বৈঠকে আলোচনার সম্ভাবনা রয়েছে।
প্রথম থেকেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করার বিরোধিতায় অনড় রাজ্য। সরকার চায় এ রাজ্য এবং অন্য রাজ্যের পুলিস দিয়ে ভোট করাতে। অন্য রাজ্যের পুলিস এনে ভোট করাতে কী কী পদ্ধতি এবং পদক্ষেপ নেওয়া দরকার, তা নিয়ে আজকের বৈঠকে কথা হওয়ার সম্ভাবনা রয়েছে।

.