সমাজ ও অর্থনীতির বিকাশ, নতুন দিশার সন্ধান ২৪ ঘণ্টা স্টেট সামিটে

সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ইস্যুগুলিকে নিয়ে আলোচনা বৃহত্তর পর্যায়ে পৌঁছে দিতে আয়োজিত হল ২৪ ঘণ্টা স্টেট সামিট ২০১২। সামিটের উদ্বোধন করেন লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়।

Updated By: Apr 28, 2012, 08:23 PM IST

সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ইস্যুগুলিকে নিয়ে আলোচনা বৃহত্তর পর্যায়ে পৌঁছে দিতে আয়োজিত হল ২৪ ঘণ্টা স্টেট সামিট ২০১২। সামিটের উদ্বোধন করেন লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়। সামিটে উপস্থিত ছিলেন রাজ্যের এবং সারা দেশের বহু বিশিষ্ট মানুষ। রাজ্যের উন্নয়নে রাজনৈতিক স্বার্থের উর্ধে উঠে একযোগে কাজ করার আহ্বান জানান সোমনাথ চট্টোপাধ্যায়।
কোন পথে বাংলা? কোন পথে রাজ্যের শিল্প, সংস্কৃতি বা অর্থনীতি? সমাজের বিকাশের ক্ষেত্রে নিজেদের দায়িত্বই বা কতটা পালন করছে গণমাধ্যমগুলি? সবকিছুর চুলচেরা বিশ্লেষণ নিয়ে আয়োজিত হল ২৪ ঘন্টা স্টেট সামিট ২০১২। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়। প্রদীপ জ্বালিয়ে সামিটের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। স্বাগত ভাষণ দেন জি গ্রুপের সিইও বরুণ দাস। উদ্বোধনী ভাষণে সোমনাথ চট্টোপাধ্যায়ের বক্তব্যে উন্নয়নের জন্য একযোগে কাজ করার আহ্বান উঠে আসে। রাজনৈতিক গণ্ডির বাইরে বেরিয়ে সমস্ত রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
কেন্দ্র-রাজ্য ঐক্যের ওপরও জোর দেন সোমনাথ চট্টোপাধ্যায়। অন্য রাজ্যের সঙ্গে লড়াই করেই রাজ্যে শিল্প আনতে হবে বলেই মনে করেন লোকসভার প্রাক্তন অধ্যক্ষ।
পরিবারতন্ত্রের বাইরে তরুণ প্রজন্ম যত বেশি রাজনীতিতে আসবে, রাজনীতি তত স্বচ্ছ হবে বলে সামিটে অভিমত পোষণ করেন কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার।

.