রাজ্যকে বিনিয়োগে সাহায্যের আশ্বাস কেন্দ্রের
রাজ্যে বিনিয়োগ নিয়ে শিল্পমহলে যথেষ্ট উত্সাহ রয়েছে। এবং রাজ্যে বিনিয়োগের ব্যাপারে সবরকম সাহায্য করবে কেন্দ্রীয় সরকার।
রাজ্যে বিনিয়োগ নিয়ে শিল্পমহলে যথেষ্ট উত্সাহ রয়েছে। এবং রাজ্যে বিনিয়োগের ব্যাপারে সবরকম সাহায্য করবে কেন্দ্রীয় সরকার। শুক্রবার মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর একথা জানান কেন্দ্রীয় শিল্প বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওই বৈঠকে হাজির ছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও অর্থমন্ত্রী অমিত মিত্রও। বৈঠকে ছিলেন এরাজ্য ও ভিন রাজ্যের বেশ কয়েকজন শিল্পপতির এক প্রতিনিধিদল। ছিলেন হর্ষ নেওটিয়া, সঞ্জয় বুধিয়া, পূর্ণেন্দু চ্যাটার্জি, প্রসূন মুখোপাধ্যায়, সঞ্জীব গোয়েঙ্কার মত শিল্পপতিরা। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আনন্দ শর্মা জানান, রাজ্যে বিনিয়োগের সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল। তাঁতশিল্প, পাটশিল্প ও কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগ করা হবে বলে জানমান কেন্দ্রীয় মন্ত্রী। সেই সঙ্গে ইনফোসিসের সঙ্গে কেন্দ্রের একটি গুরুত্বপূর্ণ পাইলট প্রজেক্টে রাজ্যকে সামিল করা হচ্ছে বলেও জানান তিনি। বিনিয়োগে উত্সাহ বাড়াতে দুহাজার তেরো সালে রাজ্যে গ্লোবাল ইন্ডাস্ট্রি সামিটের আয়োজন করা হবে বলেও জানান আনন্দ শর্মা। সেই সঙ্গে আসিয়ান দেশগুলির সঙ্গে যোগাযোগ বাড়াতে পশ্চিমবঙ্গকে বাড়তি গুরুত্ব দেওয়া হবে বলেও
তিনি জানিয়েছেন।