মণীন্দ্রচন্দ্র কলেজের অধ্যক্ষকে সরানোর সিদ্ধান্তে স্থগিতাদেশ

রাজা মণীন্দ্রচন্দ্র কলেজের অধ্যক্ষকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। অধ্যক্ষের অপসারণের সিদ্ধান্তে  দুসপ্তাহ স্থগিতাদেশের নির্দেশ দিয়েছেন বিচারপতি দীপঙ্কর দত্ত। তাঁর নির্দেশ, ততদিন নিজের পদে থেকে কাজ করতে দিতে হবে অধ্যক্ষকে। এক সপ্তাহ পরে ফের এই মামলার শুনানি। গত শনিবারই অধ্যক্ষকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কলেজ পরিচালন সমিতি।

Updated By: Aug 4, 2014, 05:00 PM IST

ব্যুরো রিপোর্ট: রাজা মণীন্দ্রচন্দ্র কলেজের অধ্যক্ষকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। অধ্যক্ষের অপসারণের সিদ্ধান্তে  দুসপ্তাহ স্থগিতাদেশের নির্দেশ দিয়েছেন বিচারপতি দীপঙ্কর দত্ত। তাঁর নির্দেশ, ততদিন নিজের পদে থেকে কাজ করতে দিতে হবে অধ্যক্ষকে। এক সপ্তাহ পরে ফের এই মামলার শুনানি। গত শনিবারই অধ্যক্ষকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কলেজ পরিচালন সমিতি।

পরিচালন সমিতির অভিযোগ, অধ্যক্ষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি সহ একাধিক অনিয়মের অভিযোগ রয়েছে। তবে অধ্যাপক ও ছাত্রদের একাংশের অভিযোগ, ভর্তির ক্ষেত্রে শাসকদলের নেতাদের প্রভাব খাটানো নিয়ে সরব হয়েছিলেন তিনি।সেকারণেই তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া  হয়। পরিচালন সমিতির ওই সিদ্ধান্তের পরই আদালতের দ্বারস্থ হন অধ্যক্ষ।

.