অভিনেত্রী রচনা ব্যানার্জির বাড়িতে চুরি
অভিনেতা রচনা ব্যানার্জির বাড়িতে চুরির ঘটনা ঘটল। আনুমানিক প্রায় আট লক্ষ টাকার সোনার গয়না ও নগদ দুই লক্ষ টাকা চুরির অভিযোগ দায়ের করা হয়েছে স্থানীয় লেক থানায়। অভিযোগের তির বাড়ির পরিচারিকাদের বিরুদ্ধে।
![অভিনেত্রী রচনা ব্যানার্জির বাড়িতে চুরি অভিনেত্রী রচনা ব্যানার্জির বাড়িতে চুরি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/06/28/39511-rach.jpg)
ওয়েব ডেস্ক: অভিনেতা রচনা ব্যানার্জির বাড়িতে চুরির ঘটনা ঘটল। আনুমানিক প্রায় আট লক্ষ টাকার সোনার গয়না ও নগদ দুই লক্ষ টাকা চুরির অভিযোগ দায়ের করা হয়েছে স্থানীয় লেক থানায়। অভিযোগের তির বাড়ির পরিচারিকাদের বিরুদ্ধে।
মনে করা হচ্ছে, গতকাল যখন বাড়িতে কেউ ছিলেন না, সেই সুযোগে চুরির ঘটনা ঘটে। চুরির ঘটনার পরেই পলাতক পরিচারিকা। ভুয়ো পরিচয় দিয়ে সেই পরিচারিকা কাজে ঢুকেছিলেন বলে অভিযোগ। তদন্তে নেমেছে লেক থানার পুলিস। এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হননি। এভাবে চুরির ঘটনায় অবাক রচনা ব্যানার্জি।