Exclusive: বিজেপির নেতার বাবা 'বন্ধু'! 'পুজোর সময়ে ওদের বাড়িতে যাই', বললেন সুদীপ

তাপস রায়ের বাড়িতে কুণাল ঘোষ। 'বিজয়া করতে এলাম', দাবি তৃণমূল মুখপাত্রের। বললেন, 'তাপসদা সিনিয়র নেতা। সুদীপদা সাংসদ। আমাদের একটাই দল তৃণমূল কংগ্রেস'। 

Updated By: Oct 12, 2022, 08:40 PM IST
Exclusive: বিজেপির নেতার বাবা 'বন্ধু'! 'পুজোর সময়ে ওদের বাড়িতে যাই', বললেন সুদীপ

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: 'তমোঘ্নের বাবা তপন ঘোষ আমার ছোটবেলার বন্ধু। প্রতিবছর পুজোর সময়ে ওদের বাড়িতে যাই'। ঘনিষ্ঠমহলে একথা জানালেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। বিধায়ক তাপস রায়ের বাড়িতে গিয়ে 'বিজয়া' সারলেন কুণাল ঘোষ। 

কে এই তমোঘ্ন ঘোষ? স্রেফ বিজেপি নেতা নন, কল্যাণ চৌবের বদলে দলের উত্তর কলকাতা জেলা সভাপতি পদে বসেছেন তিনি। পদ্ম-শিবিরের নেতার বাড়িতে কেন গিয়েছিলেন লোকসভায় দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়? প্রশ্ন তোলেন তৃণমূল বিধায়ক তাপস রায়। তাঁর বিস্ফোরক অভিযোগ, 'তমোঘ্নের বাবা তপন ঘোষ সুদীপ বন্দ্য়োপাধ্যায় সচিব। তমোঘ্নকে মমতার কাছে নিয়ে গিয়েছিলেন সুদীপ। টিএমসিপির সভাপতি করার কথা বলেছিলেন। দুর্গাপুজোর সময়ে তমোঘ্নের বাড়িতে যান সুদীপ,শুভেন্দু ও কল্যাণ চৌবে'। বরানগরের বিধায়কের আরও বক্তব্য, 'কে কার ব্যক্তিস্বার্থে কী করছে, জানি না। অনেকেই একাধিক দলের সঙ্গে যোগাযোগ রাখেন। দলনেত্রীকে ব্যক্তিস্বার্থে ব্য়বহার করেন'। 

চুপ করে থাকলেন না সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। বিজেপি নেতার বাবার সঙ্গে সম্পর্ক, এমনকী পুজোর তাঁর বাড়িতে যাওয়ার কথা জানালেন তিনি। সূত্রের খবর, ঘনিষ্ঠমহলে উত্তর কলকাতার তৃণমূল সাংসদ বলেছেন, 'তমোঘ্নের বাবা তপন ঘোষ আমার ছোটবেলার বন্ধু। প্রতিবছর পুজোর সময়ে ওদের বাড়িতে যাই। এবার একাই গিয়েছিলাম, ১০ মিনিট ছিলাম'।

আরও পড়ুন: Dona Ganguly: সৌরভকে নিয়ে রাজনীতির দড়ি টানাটানির মাঝেই ডোনার প্রশংসায় মুখ্যমন্ত্রী, দেবেন পুরস্কারও

এদিন তাপস রায়ের বাড়িতে যান কুণাল ঘোষ। কেন? বললেন, 'বৌদির সঙ্গে বিজয়া করা হয়নি। তাই বিজয়া করতে এলাম। তাপসদা সিনিয়র নেতা। সুদীপদা সাংসদ। আমাদের একটাই দল তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি। আমরা এক ঐক্যবদ্ধ পরিবার'। একই কথা বললেন তাপস রায়ও। সঙ্গে যোগ করলেন, 'কোনটা ভালো, কোনটা মন্দ, বোঝার মতো বয়স অভিজ্ঞতা দুটোই আমার হয়েছে। যদি আমি দেখি, দলের ক্ষতি হচ্ছে, মমতা-অভিষেকের ক্ষতি হচ্ছে। তাহলে তো আমাকে বলতেই হবে। প্রতিবাদ করতেই হবে'।

এর আগে, তৃণমূল ছাড়ার জল্পনা উসকে দিয়েছিলেন তাপস রায়। ভাইরাল হয়ে গিয়েছিল একটি ভিডিয়ো। যে ভিডিয়োতে তৃণমূল বিধায়ককে বলতে শোনা গিয়েছিল, 'কতদিন দলে থাকব তা দলকে জানিয়েই দেব।  আমাকে ধরে রাখা কঠিন। তবে দলকে জানানো উচিত। দলকে জানিয়ে দেব'। বঙ্গ রাজনীতিতে একসময়ে সোমেন মিত্রের অনুগামী হিসেবে পরিচিত ছিলেন। এরপর কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন তাপস রায়। বরানগর কেন্দ্রে তিনবারের বিধায়ক তিনি। কিন্তু এবার বিধানসভা নির্বাচনে জেতার পরেও মন্ত্রিসভায় জায়গা পাননি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.