পুলিসকে দেওয়া সুদিপ্তর সিম কার্ড, নোট বুকের হদিশ পাচ্ছে না সিবিআই
সুদীপ্ত সেনকে কলকাতা থেকে পালাতে সাহায্য করেছিলেন কারা? কাদেরই বা প্রতিমাসে টাকা দিতেন সারদা কর্তা? এই তদন্তে নেমে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথির হদিশ পাচ্ছে না সিবিআই। উধাও সুদীপ্ত সেনের বেশ কিছু সিম কার্ড ও একটি নোট বুক। যদিও সারদা কর্তার দাবি গ্রেফতারের পর এ সবই তিনি দিয়ে দিয়েছিলেন পুলিসকে। বিষয়টি নিয়ে রাজ্য পুলিসের বিশেষ তদন্তকারী দল ও বিধাননগর পুলিসের কাছে জানতে চাইবে সিবিআই।
সুদীপ্ত সেনকে কলকাতা থেকে পালাতে সাহায্য করেছিলেন কারা? কাদেরই বা প্রতিমাসে টাকা দিতেন সারদা কর্তা? এই তদন্তে নেমে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথির হদিশ পাচ্ছে না সিবিআই। উধাও সুদীপ্ত সেনের বেশ কিছু সিম কার্ড ও একটি নোট বুক। যদিও সারদা কর্তার দাবি গ্রেফতারের পর এ সবই তিনি দিয়ে দিয়েছিলেন পুলিসকে। বিষয়টি নিয়ে রাজ্য পুলিসের বিশেষ তদন্তকারী দল ও বিধাননগর পুলিসের কাছে জানতে চাইবে সিবিআই।
উধাও সারদা তদন্তের বেশ কিছু গুরুত্ব পূর্ণ নথি। তদন্তে নেমে সুদীপ্ত সেনের বেশ কিছু সিম কার্ড ও একটি নোট বুকের খোঁজ পাচ্ছে না সিবিআই।
এই নোটবুকেই নগদ লেনদের হিসাব রাখতেন সারদা কর্তা। রাজনৈতিক নেতা ও প্রভাবশালীদের নির্দেশে প্রতিমাসে পঞ্চাশ থেকে ষাট জনকে নগদ টাকা দিতেন সুদীপ্ত। তবে কাদের টাকা দেওয়া হচ্ছে তার কোনও ভাউচার রাখতেন না সুদীপ্ত সেন। সারদা কর্তা নিজের একটি নোটবুকেই কাকে কত টাকা দেওয়া হচ্ছে তা লিখে রাখতেন।
খোঁজ মিলছে না সুদীপ্ত সেনের বেশ কিছু সিম কার্ডেরও। এই সিম কার্ডগুলি কলকাতা থেকে কাশ্মীরে পালানোর সময় ব্যবহার করেছিলেন সারদা কর্তা। সারদাকর্তার দাবি ধরা পরার পর সব কটি সিম কার্ড ও নোট বুক পুলিস বাজেয়াপ্ত করে। তদন্তের সব নথিই সিবিআইকে দিয়েছে রাজ্য পুলিস। কিন্তু পালানোর সময় যতগুলি সিম কার্ড ব্যবহার করেছিলে বলে দাবি সুদীপ্তর , সবকটি হাতে পায়নি সিবিআই। প্রশ্ন উঠছে তাহলে সারদা কর্তার নোট বুক ও সিমকার্ড গেল কোথায়?
জেরায় সুদীপ্ত বারবার জানিয়েছেন, এক রাজনৈতিক নেতার নির্দেশেই কলকাতা ছেড়েছিলেন তিনি। কলকাতা ছাড়ার পরেও তাঁর সঙ্গে যোগাযোগ ছিল বলে দাবি সুদীপ্তর । প্রশ্ন উঠছে তাহলে কি কোনও নেতাকে আড়াল করতেই সরিয়ে দেওয়া হয়েছে সিম কার্ড, নোটবুক? বিধাননগর পুলিস ও সিটের কাছে বিষয়টি নিয়ে তথ্য জানতে চাইবে সিবিআই। শনিবারও সংস্থার কর্মীদের সামনে বসিয়ে ম্যারাথন জেরা করা হয় সুদীপ্ত সেন ও সোমনাথ দত্তকে। সারদা কেলেঙ্কারিতে ব্যাঙ্কের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। কী ভাবে সারদা ব্যাঙ্কে এক সঙ্গে এত গুলি অ্যাকাউন্ট খুলল তা খতিয়ে দেখছে সিবিআই। প্রয়োজনে ব্যাঙ্ক কর্তৃপক্ষেও সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারে।