রাজ্যে ক্ষমতায় আসলে কী পরিকল্পনা? ব্রিগেডে বিকল্প তুলে ধরলেন Surjya Kanta
তৃণমূল-বিজেপিকে একবন্ধনীতে ফেলে আক্রমণ শানালেন সিপিএমের রাজ্য সম্পাদক।
নিজস্ব প্রতিবেদন: বিজেপি-তৃণমূল নয়, বরং বিকল্প বামপন্থীরাই। ব্রিগেডে সেই কথাই ফের শোনা গেল সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের (Surjya Kanta Mishra) মুখে। দলীয় কর্মীদের তাঁর বার্তা,'তৃণমূল-বিজেপি নিজেদের মধ্যে বলাবলি করছে, এ বলে আমাকে দেখ, ও বলে আমাকে দেখ। আমাদের তার মধ্যে যাওয়ার দরকার নেই। আমাদের বিকল্প নিয়ে মানুষের কাছে যেতে হবে।'
কী ধরনের বিকল্প, তাও স্পষ্ট করেছেন সূর্যকান্ত (Surjya Kanta Mishra)। তাঁর কথায়,'আমাদের রাজ্যের ৭১ ভাগ মানুষই শ্রমিক, খেটে খাওয়া ও কৃষক। সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য এবং ভাগাভাগির রাজনীতির বিরুদ্ধে লড়াই করতে হবে। আমরা একটা বিকল্প চাই। আমরা কাজ চাই। বেকারের দাবি নিয়ে লড়াই চাই। পশ্চিমবঙ্গে যত শূন্যপদ আছে, এক বছরের মধ্যে সবটা পূরণ করা যায়, এমন একটা বিকল্প চাই বাংলায়। কৃষিতে বিনিয়োগ বাড়াতে হবে। তৈরি করতে হবে কর্মসংস্থান। একশো দিনের কাজকে ২০০ দিন করতে হবে। খাদ্যের নিরাপত্তা দিতে হবে। মানুষের সম্মতির ভিত্তি বড় শিল্প হবে।'
তৃণমূল-বিজেপিকে একবন্ধনীতে ফেলে সিপিএমের রাজ্য সম্পাদক বলেন,'পশ্চিমবঙ্গে শ্রমিক কৃষক, মেহনতি ও অন্যান্য অগ্রসর মানুষ আক্রান্ত হচ্ছেন। শোষিত, লাঞ্চিত বঞ্চিত হচ্ছে। তখন ওদের তরজা চলছে। তরজা গানের পার্টি একটাই। মানুষকে ভাগ করো আর শাসন করো।'
আরও পড়ুন- LIVE: আসন ভাগাভাগি শেষ কথা নয়, মানুষের ঐক্যই শেষ কথা: সূর্যকান্ত মিশ্র