সরকার দিশাহীন: সূর্যকান্ত মিশ্র

রাজ্যের চরম আর্থিক সঙ্কটের জন্য সরকারের দিশাহীনতাকেই দায়ী করল বিরোধীরা। বৃহস্পতিবার বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র বলেন, বহুক্ষেত্রেই হাতে টাকা থাকা সত্ত্বেও, খরচ করতে পারছে না সরকার। তার জেরে শিক্ষা, স্বাস্থ্য, পরিবহণের মত পরিষেবা ভেঙে পড়ছে।

Updated By: Feb 9, 2012, 11:07 PM IST

রাজ্যের চরম আর্থিক সঙ্কটের জন্য সরকারের দিশাহীনতাকেই দায়ী করল বিরোধীরা। বৃহস্পতিবার বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র বলেন, বহুক্ষেত্রেই হাতে টাকা থাকা সত্ত্বেও, খরচ করতে পারছে না সরকার। তার জেরে শিক্ষা, স্বাস্থ্য, পরিবহণের মত পরিষেবা ভেঙে পড়ছে। সরকারের কাছে বিরোধীদের আবেদন, কেন্দ্রের কাছে ভিক্ষা না করে ন্যায়সঙ্গত পাওনা নিয়ে সোচ্চার হোক রাজ্য। বামেদের চৌত্রিশ বছরের শাসনেই রাজ্য ঋণগ্রস্ত হয়েছে বলে দাবি রাজ্য সরকারের। বিরোধীদের পাল্টা দাবি, বেহাল আর্থিক দশার কারণ সরকারের পরিকল্পনাহীনতা। ৩৪ বছরের বাম শাসন নিয়েও শাসকদলকে পাল্টা কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা। সেইসঙ্গেই আর্থিক দাবিদাওয়া নিয়ে কেন্দ্র আর রাজ্যের তরজার তীব্র সমালোচনা করেছেন তিনি। কেন্দ্রের কাছ থেকে প্রাপ্য আদায়ের ক্ষেত্রে সরকারকে নীতি স্পষ্ট করতে হবে। ন্যায়সঙ্গত দাবি আদায়ের ক্ষেত্রে বিরোধীরাও সরকারের পাশে দাঁড়াবে বলে জানিয়েছেন তিনি।

.