Suvendu Adhikari: জাল মার্কশিটে চাকরি! তৃণমূল আমলে বিধানসভায় নিয়োগে ব্যাপক দুর্নীতি: শুভেন্দু
বিধানসভা সূত্রে খবর, পুলিস ভেরিকেশন ও মেডিক্যালের পরই চাকরি হয়। তাই এখানে দুর্নীতির কোনও জায়গা নেই।
শ্রেয়সী গাঙ্গুলি: বিধানসভায় এবার নিয়োগ দুর্নীতির অভিযোগ। তৃণমূলের ক্যাডারদের চাকরিতে নিয়োগ করা হয়েছে। অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। যদিও পাল্টা দাবিতে অভিযোগ খারিজও করে দেওয়া হয়েছে।
কী বললেন শুভেন্দু?
শুভেন্দু অধিকারী দাবি করেন, ২০১১ সালের পর থেকে অর্থাৎ তৃণমূল আমলে বিধানসভায় যে নিয়োগ হয়েছে, তাতে ব্যাপক দুর্নীতি রয়েছে। তিনি বলেন, "আমাদের কাছে তথ্য আছে বিধানসভায় এগারো সালের পর যা নিয়োগ হয়েছে, তার একটা বড় অংশ বারুইপুরের। তাঁদের অনেকেরই মার্কশিট ও সার্টিফিকেট জাল। মাধ্যমিকের ভুয়ো মার্কশিট ও সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়েছে তাঁরা।" বিরোধী দলনেতা জানান, নিয়োগের সত্যতা যাচাই করতে তাঁরা এই বিষয়ে আরটিআই করবেন।
উল্লেখ্য, শুভেন্দু অধিকারী দাবি করেছেন, বিধানসসভায় যাঁদের নিয়োগে দুর্নীতি হয়েছে, তাঁদের একটা বড় অংশ বিশেষত বারুইপুর এলাকার। প্রসঙ্গত, বারুইপুর হচ্ছে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্য়ায়ের কেন্দ্র। তাঁর বিধানসভা এলাকা থেকেই বিধানসভায় নিয়োগে বেশি দুর্নীতি হয়েছে বলে দাবি শুভেন্দুর। যারা বুথ লুঠ করেছিল, তারাই চাকরি পেয়েছে। তৃণমূলের ক্যাডারদের চাকরিতে নিয়োগ করা হয়েছে। এমন কটাক্ষও করেন তিনি।
যদিও শুভেন্দুর দাবি পাল্টা দাবিতে খারিজ করে দেওয়া হয়েছে। বিধানসভা সূত্রে খবর, যাঁরা বিধানসভায় চাকরি পায়, তাঁদের সকলেরই পুলিস ভেরিকেশন হয়। হয় মেডিক্যালও। পুলিস ভেরিকেশন ও মেডিক্যালের পরই চাকরি হয়। তাই এখানে দুর্নীতির কোনও জায়গা নেই।
Mahua Moitra: 'আমি কালীভক্ত, গুন্ডাদের ভয় পাই না', বিজেপিকে পাল্টা মহুয়ার
Tarunjyoti Tiwari: ২ তৃণমূল বিধায়কের লেটার প্যাডে 'চাকরির সুপারিশ'! নথি জমা পড়ল হাইকোর্টে