Suvendu Adhikari: শুভেন্দুর হুঙ্কারই সার! হাজরায় পর্বতের মুষিক প্রসব....
'ডিসেম্বরে ধামাকা'। রাজ্যে একাধিক জনসভায় শুভেন্দুকে বলতে শোনা গিয়েছে, '১২, ১৪, ২১ তিনটে দিন খুব গুরুত্বপূর্ণ'।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নির্ঘণ্ট ঘোষণা করেও পিছু হটলেন শুভেন্দু অধিকারী! 'ডিসেম্বরের ধামাকায় সরকার ফেলব না', হাজরার সভামঞ্চ থেকে ঘোষণা করলেন বিরোধী দলনেতা। নাম না করে 'সর্বভুক' কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। স্লোগান তুললেন, 'ওয়ান নেশন, ওয়ান পুলিস'।
'ডিসেম্বরে ধামাকা'। রাজ্যে একাধিক জনসভায় শুভেন্দুকে বলতে শোনা গিয়েছে, '১২, ১৪, ২১ তিনটে দিন খুব গুরুত্বপূর্ণ। ওয়েট অ্যান্ড ওয়াচ'। আজ, ১২ ডিসেম্বর আরও একটি জনসভা করলেন তিনি। কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক হাজরায়। কিন্তু এবার গলায় ভিন্ন সুর! বললেন, 'তৃণমূল ভেঙে সরকার গড়তে চাই না। ডিসেম্বরের ধামাকায় সরকার ফেলব না'।
এর আগে, অক্টোবরে দেশের সব রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের নিয়ে বৈঠক হয়েছিল হরিয়ানার সুরজকুণ্ডে। পোশাকি নাম, চিন্তন শিবির। বাংলায় তখন উৎসবের মরশুম। স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন হাজরার শুভেন্দু বলেন, সুরজকুণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন হচ্ছিল। প্রধানমন্ত্রী বলেছেন, ওয়ান নেশন, ওয়ান পুলিস। আইপিএসদের নিয়ন্ত্রণ করবে কেন্দ্রীয় সরকার। এই বিল যদি লোকসভা পাস হয়ে যায়, যদি সিলেক্ট কমিটিতে না যায়, তাহলে কোথায় যাবেন আপনারা'? তাঁরও আরও বক্তব্য, '২০২৪ সালে ভোটের আগে সিএএ কার্যকর হবেই। অভিন্ন দেওয়ানি বিধিও কার্যকর করবে কেন্দ্র'।
আরও পড়ুন:'মর্নিং ওয়াকে গিয়ে মন্তব্য করি না', বেনামে দিলীপকেই আক্রমণ শুভেন্দুর!
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে নেননি একবারও। হাজরায় শুভেন্দু বলেন, 'যিনি এখানে ছোটকাদার চায়ের দোকান থেকে ছ'তলা শান্তিনিকেতন বানিয়েছেন। দিদি আপনাকে সর্বভুক বানিয়েছেন। কয়লা খান, বালি খান, পাথর খান, গোরু খান। কাঁথিতে বলেছিল, আমি নাকি পালিয়েছিলাম! আপনি আর আপনার পিসিমা কোথায় পালিয়েছেন'? দিন কয়েক আগেই কাঁথিতে শান্তিকুঞ্জের থেকে ঢিল ছোঁড়া দূরত্বে সভা করেন অভিষেক।