Suvendu Adhikary, Ram Navami: 'রামভক্তদের অসম্মান', মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি শুভেন্দুর

'১ হাজারের মধ্যে ৯৯৮টা শোভাযাত্রায় কোনও সমস্যা হয়নি।  তাহলে হাওড়ায় এই সমস্যা হল কেন? পুরোটাই তৃণমূলের চক্রান্ত', বললেন রাজ্যের  বিরোধী দলনেতা।

Updated By: Mar 31, 2023, 06:38 PM IST
Suvendu Adhikary, Ram Navami: 'রামভক্তদের অসম্মান', মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি শুভেন্দুর

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাওড়ায় রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে কেন অশান্তি? মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন শুভেন্দু অধিকারী। বললেন, 'রামনবমী কোনও রাজনৈতিক দলের কর্মসূচি ছিল না'।

ঘটনাটি ঠিক কী? গতকাল, বৃহস্পতিবার ছিল রামনবমী। সেই উপলক্ষ্যে শোভাযাত্রাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় হাওড়ার শিবপুরের কাজিপাড়া এলাকায়। দোকানে ভাঙচুর, গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া, বাদ যায়নি কিছুই! শেষপর্যন্ত বিশাল পুলিসবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এদিকে কাজিপাড়ায় অশান্তিতে যখন বিজেপির বিরুদ্ধে ইন্ধন দেওয়ার অভিযোগ করেছেন তৃণমূল, তখন দলের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে করলেন শুভেন্দু অধিকারীও। তাঁর দাবি, '১ হাজারের মধ্যে ৯৯৮টা শোভাযাত্রায় কোনও সমস্যা হয়নি।  তাহলে হাওড়ায় এই সমস্যা হল কেন? পুরোটাই তৃণমূলের চক্রান্ত। রামভক্তদের অসম্মান করার জন্য মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই'। 

আরও পড়ুন: Abhishek Banerjee | Ram Navami: ক্রিমিনালদের ধর্ম হয় না, দোষীদের চাই কড়া শাস্তি, হুংকার অভিষেকের

রাজ্যের বিরোধী দলনেতার আরও বক্তব্য,  'রামনবমী কোনও রাজনৈতিক দলের কর্মসূচি ছিল না।  গত ২-৩ মাস ধরে বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দ জাগরণ মঞ্চ এবং অসংখ্য সনাতনী সংস্কৃতিরক্ষাকারী সংগঠনগুলি দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে রামনবমী পালনের প্রস্তুতি নিয়েছিল। পুলিশ-প্রশাসনের কাছে অনুমতি নেওয়া হয়েছিল। সমস্ত কর্মসূচিতে স্পষ্ট নির্দেশ ছিল, আমরা রাম নামে জয়ধ্বনি দেব,ভারত মাতার বন্দন করব, ধ্বজ নিয়ে হাঁটব, শান্তিশৃঙ্খলার সঙ্গে। পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ রামভক্ত। আয়োজকদের কথা মেনেই চলছে'।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.