বাগদেবীর আরাধনায়...
আজ সরস্বতী পুজো। স্কুল থেকে বাড়ি সকাল থেকেই সর্বত্র চলছে বাগদেবীর আরাধনা। মণ্ডপে মণ্ডপে অঞ্জলি দেওয়ার ভিড়। নিম হলুদ গায়ে মেখে স্নান সেরে হাজির কচিকাচারাও।
আজ সরস্বতী পুজো। স্কুল থেকে বাড়ি সকাল থেকেই সর্বত্র চলছে বাগদেবীর আরাধনা। মণ্ডপে মণ্ডপে অঞ্জলি দেওয়ার ভিড়। নিম হলুদ গায়ে মেখে স্নান সেরে হাজির কচিকাচারাও।
বাগদেবীর আরাধনা দিনই শুধু নয়। আজ বাঙালির ভ্যালেন্টাইন্স ডেও বটে। সকাল হতেই বাসন্তী শাড়িতে শ্যাম্পু করা ফোলা চুলগুলোর ভিড় বাড়ছে মণ্ডপে মণ্ডপে। অঞ্জলির ফাঁকে এক চোখ তাকে দেখে নেওয়া। না হলে মুচকি হাসি। পুজোর দিনটাতে ভোগ না হলে চলে। স্কুল হোক বা কলেজ; পাড়ার মোড় হোক বা এ পাড়া সে পাড়া। কোথাও গড়ম খিচুড়ি চড়ছে উনুনে। আবার কোথাও ফ্রাইড রাইস আর আলুরদম। নিয়ম মেনে জোড়া ইলিশ খাওয়ার রীতিও রয়েছে অনেক ঘরেই।