Tapas Roy, Sudip Banerjee: সুদীপ কি দলের ঊর্ধ্বে নাকি? তাপসের আরও চড়া ও কড়া সুরে বিব্রত তৃণমূল
Tapas Roy: এদিন সুদীপ বন্দ্যোপাধ্য়ায় ইস্যুতে তাপস রায়ের পাশে দাঁড়ান মদন মিত্র। যে প্রসঙ্গে তাপস রায় বলেন, 'মদন যদি একথা বলে থাকে, ঠিকই বলেছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিজের অবস্থানে অনড় তাপস রায়। আরও সুর চড়ালেন সুদীপ বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে। স্পষ্ট কথায় তাঁর সোজাসুজি প্রশ্ন, 'সুদীপ কি দলের ঊর্ধ্বে নাকি?' তাঁর সাফ মন্তব্য, 'সহ্যেরও একটা সীমা আছে। দল সব জানে। সবসময় আমি কথা বলি না। আর বললে তা ফেরত নিই না। অন্য দলের সঙ্গে সখ্যতায় মমতা ও দলের ক্ষতি হচ্ছে। সবাই মিলে যদি এরকম বিজেপি, সিপিএম আর কংগ্রেসের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক, সখ্যতা, সৌজন্য, পুজোআর্চা এসবে যায়, সেটা কি ঠিক হবে? দল কি তার অনুমোদন দেবে?' বলাই বাহুল্য, সুর নমরম করার বদলে তাপস রায়ের এই আরও চড়া ও কড়া সুরে বিব্রত তৃণমূল। দলের অস্বস্তি আরও বাড়ালেন বিধায়ক তাপস রায়।
প্রসঙ্গত, এদিন সুদীপ বন্দ্যোপাধ্য়ায় ইস্যুতে তাপস রায়ের পাশে দাঁড়ান মদন মিত্র। তিনি বলেন, 'সুদীপের মন্তব্য শিষ্টাচার বিরোধী। সুদীপ খুব সিনিয়র লিডার। কিন্তু তৃণমূলের হুইপ ছাড়া জেতা মুশকিল।' বলেন, 'এই যে ঔদ্ধত্য, এটা ঠিক হচ্ছে না। আমি সুদীপদাকে বলছি আপনি যদি চিপ হুইপ হয়ে এই দৃষ্টান্ত তৈরি করেন যে, আমি বেনিয়ম করব। বেশ করব। যা ইচ্ছে তাই করব। আবার বিজেপি নেতার বাড়ি যাব। তবে কাল যদি আপনার পাশের বাড়ির ছেলেটা বলে আমি আপনার ওয়ার্ডে আপনার পাড়ায় যে বিজেপি করে তার বাড়ি যাব, তখন আপনি কী করবেন? ছোটোবেলায় শুনেছি যে, তেলের শিশি ভাঙলে পরে খোকার উপর রাগ কর, তোমরা যে সব বুড়ো খোকা দলটা ভেঙে ভাগ কর! এটা খারাপ লাগছে।' যে প্রসঙ্গে তাপস রায় বলেন, 'মদন যদি একথা বলে থাকে, ঠিকই বলেছে।'
আরও পড়ুন, Suvendu Adhikari: নবান্নে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক মুখ্যমন্ত্রীকে, মমতাকে নিয়ে বিস্ফোরক শুভেন্দু
প্রসঙ্গত, বিজেপি নেতা উত্তর কলকাতা জেলা সভাপতি তমোঘ্ন ঘোষের বাড়িতে গিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্য়ায়। তাঁর সেই যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাপস রায়। অভিযোগ করেন, 'তমোঘ্নের বাবা তপন ঘোষ সুদীপ বন্দ্য়োপাধ্যায়ের সচিব। তমোঘ্নকে মমতার কাছে নিয়ে গিয়েছিলেন সুদীপ। টিএমসিপির সভাপতি করার কথা বলেছিলেন। দুর্গাপুজোর সময়ে তমোঘ্নর বাড়িতে যান সুদীপ, শুভেন্দু ও কল্যাণ চৌবে।' তৃণমূল বিধায়ক আরও বলেন, 'কে কার ব্যক্তিস্বার্থে কী করছে, জানি না। অনেকেই একাধিক দলের সঙ্গে যোগাযোগ রাখেন। দলনেত্রীকে ব্যক্তিস্বার্থে ব্য়বহার করেন।'
যার জবাবে চুপ করে থাকেননি সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। ঘনিষ্ঠমহলে তিনি পালটা বলেন, 'তমোঘ্নের বাবা তপন ঘোষ আমার ছোটবেলার বন্ধু। প্রতিবছর পুজোর সময়ে ওদের বাড়িতে যাই। এবার একাই গিয়েছিলাম, ১০ মিনিট ছিলাম। আবার যাব আমি বিজেপি নেতার বাড়িতে। যতবার ইচ্ছে ততবার যাব।'
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)