ফের সেই তারক দাসের দাদাগিরি, বাম এজেন্টকে মারধর
পুরভোটে ফের সেই তৃণমূলকর্মী তারক দাসের দাদাগিরির অভিযোগ উঠল। ১০১ নম্বর ওয়ার্ডের বীরপাড়া ক্লাব বুথে সিপিআইএম এজেন্টকে ঢুকতে বাধা দেওয়া হয়। বাম এজেন্ট পলাশ নাথকে মারধরের অভিযোগে কাঠগড়ায় তারক দাস। সাসপেন্ডেড এই পুলিসকর্মী মারধরের পর পলাশ নাগকে তাড়া করেন বলেও অভিযোগ। একটি বাড়িতে ঢুকে কোনওরকমে আত্মরক্ষা করেন তিনি। পুলিস শেষপর্যন্ত তাঁকে উদ্ধার করে । এরপর গাঙ্গুলিবাগানে তারক দাস সিপিআইএম কর্মী সুজন দত্তের মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ। তারক দাসের খোঁজে চিরুনি তল্লাসি শুরু করেছে পুলিস।
ওয়েব ডেস্ক: পুরভোটে ফের সেই তৃণমূলকর্মী তারক দাসের দাদাগিরির অভিযোগ উঠল। ১০১ নম্বর ওয়ার্ডের বীরপাড়া ক্লাব বুথে সিপিআইএম এজেন্টকে ঢুকতে বাধা দেওয়া হয়। বাম এজেন্ট পলাশ নাথকে মারধরের অভিযোগে কাঠগড়ায় তারক দাস। সাসপেন্ডেড এই পুলিসকর্মী মারধরের পর পলাশ নাগকে তাড়া করেন বলেও অভিযোগ। একটি বাড়িতে ঢুকে কোনওরকমে আত্মরক্ষা করেন তিনি। পুলিস শেষপর্যন্ত তাঁকে উদ্ধার করে । এরপর গাঙ্গুলিবাগানে তারক দাস সিপিআইএম কর্মী সুজন দত্তের মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ। তারক দাসের খোঁজে চিরুনি তল্লাসি শুরু করেছে পুলিস।
সরকারি ছুটি থাকে। কিন্তু, ভোট ঘিরে আগের মতো উত্সবের মেজাজ আর নেই। বলছেন নাকতলার ভোটারদের।
এদিকে, কাশীপুরে বুথের একশো মিটারের মধ্যে তৃণমূল কর্মী সমর্থকদের জমায়েত হটিয়ে দিল কেন্দ্রীয় বাহিনী। এক ওয়ার্ডের সত্চাষী পাড়ার মাতৃশক্তি বিদ্যাপীঠের একশো মিটারের মধ্যে জমায়েত করছিলেন তৃণমূল কর্মীরা। যাদের অনেকেই এলাকায় বোমাবাজির ঘটনায় অভিযুক্ত । ভোটারদের ভোট দিতে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠছিল তাঁদের বিরুদ্ধে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা শেষপর্যন্ত তাদের হটিয়ে দেয়।